উত্তর মেসিডোনিয়ার জন্য স্টেডিয়ামকে নরক বানাও: রোনালদো
২৯ মার্চ ২০২২ ১৩:১২ | আপডেট: ২৯ মার্চ ২০২২ ১৬:০১
কাতার বিশ্বকাপের টিকিটের লড়াইয়ে মঙ্গলবার (২৯ মার্চ) রাতে মাঠে নামছে পর্তুগাল। প্লে-অফের ফাইনালে উত্তর মেসিডোনিয়ার মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদোরা। তবে রোনালদোদের বিপক্ষে শক্ত প্রতিপক্ষ হিসেবেই লড়বে মেসিডোনিয়া। কেননা প্লে-অফের সেমিফাইনালে তারা ইউরো-২০২০ চ্যাম্পিয়ন ইতালিকে হারিয়ে ফাইনালের টিকিট পায়। অন্যদিকে পর্তুগালও তুরস্ককে হারিয়ে উঠে ফাইনালে। এবার বিশ্বকাপের টিকিট নিশ্চিতের লড়াইয়ে রোনালদোর আহ্বান সমর্থকদের প্রতি। ঘরের মাঠ এস্তাদিও দো দ্রাগো’কে উত্তর মেসিডোনিয়ার জন্য নরক বানানোর আহ্বান সমর্থকদের প্রতি।
বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে ম্যাচটি মাঠে গড়াবে। এই ম্যাচে জিতলে বিশ্বকাপ নিশ্চিত হবে রোনালদোদের। এমন গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে পর্তুগালের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো সংবাদ সম্মেলনে সমর্থকদের আরও বেশি করে সমর্থন দেওয়ার আহ্বান জানিয়েছেন।
রোনালদো বলেন, ‘উত্তর মেসিডোনিয়ার বিপক্ষে ম্যাচটি আমাদের জন্য কঠিন একটি ম্যাচ হতে যাচ্ছে। আমি পর্তুগিজদের কাছে অনুরোধ করেছি, তাদের নিঃশর্ত সমর্থন প্রদর্শনের জন্য। তুরস্কদের বিপক্ষে সর্বোচ্চ সমর্থন দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ। আমি এই ম্যাচেও সেরকম সমর্থন চাইবো। আপনাদের সমর্থন দিয়ে এস্তাদিও দ্রাগোকে নরক বানিয়ে দিন, আমি নিশ্চিত আমরা জিতবো।’
বিশ্বকাপের বাছাইপর্ব থেকে সরাসরি টিকিট নিশ্চিত করতে ব্যর্থ হওয়া পর্তুগালের সামনে শংকা জেগেছিল এবার বোধ হয় বিশ্বকাপটাই খেলা হবে না। কেননা রোনালদোদের গ্রুপেই যে ছিল ইউরো চ্যাম্পিয়ন ইতালি। তবে দুর্ভাগ্য বলতে হবে ইতালিরই। কেননা উত্তর মেসিডোনিয়ার কাছে হেরে সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে ইউরোপ সেরাদের। আর এতেই টানা দুইবার বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি আজ্জুরিরা।
চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে বেশ উজ্জীবিত উত্তর মেসিডোনিয়া। তাই তো তাদের বেশ সমীহ করছেন রোনালদো। তবে চাপ নিচ্ছেন না রোনালদো। এবং এই ম্যাচে জয় নিয়ে বেশ আশাবাদী তিনি সেটাও জানিয়েছেন।
‘আমি নিশ্চিত যে আপনারা যদি গত বৃহস্পতিবারের মতো আমাদের সাথে থাকেন তবে আমরা ম্যাচটি জিতব। চাপ সবসময় বিদ্যমান। আমরা সবাই প্রস্তুত, আমরা সত্যিই এই ফাইনাল খেলতে প্রস্তুত। প্রতিপক্ষ হিসেবে ইতালি বা উত্তর মেসিডোনিয়া? আপনি যদি এখানে থাকেন, তার কারণ আপনি এটার যোগ্য। তারা এটার যোগ্য যে জন্য তারা আজ এখানে। তবে আমরা পর্তুগালকে বিশ্বকাপে নিয়ে যেতে যা দরকার সেটাই করব।’
সারাবাংলা/এসএস
ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগাল বনাম উত্তর মেসিডোনিয়া প্লে অফ বিশ্বকাপ বাছাইপর্ব