Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রিমিয়ার লিগে শক্ত দল গড়েছে রূপগঞ্জ টাইগার্স


৪ মার্চ ২০২২ ২৩:১৪ | আপডেট: ৫ মার্চ ২০২২ ১২:৫২

আসন্ন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগকে (ডিপিএল) সামনে রেখে শক্ত দল গড়েছে লিগের নতুন দল রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। বড় কোনো তারকা না থাকলেও বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করা বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার আছে রূপগঞ্জ টাইগার্সে। তরুণ ও অভিজ্ঞদের সমন্বয়ে গঠিত রূপগঞ্জ টাইগার্সের স্কোয়াড বেশ ব্যালেন্সড।

রূপগঞ্জ টাইগার্সের ডাগ আউটেও থাকছে বড় নাম। আগেই দেশের ঘরোয়া ক্রিকেটের নামকড়া কোচ মিজানুর রহমান বাবুলের সঙ্গে চুক্তি সেরেছিল দলটি। সারাবাংলার সঙ্গে আলাপকালে মিজানুর রহমান বাবুল জানালেন, শিরোপা জয়ের লক্ষ্যেই দল গড়েছেন তারা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩ মার্চ) শেষ হলো এবারের প্রিমিয়ার লিগের দুদিন ব্যাপী দলবদল। বলবদলে ফজলে মাহমুদ রাব্বি, ফরহাদ রেজা, এনামুল হক জুনিয়র, মার্শাল আইয়ুবের মতো ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করা ক্রিকেটারদের দলে ভিড়িয়েছে রূপগঞ্জ। জাতীয় দলের হয়ে দুর্দান্ত সাফল্য পেতে থাকা তরুণ তারকা স্পিনার নাসুম আহমেদ রূপগঞ্জের বোলিং শক্তি বাড়িয়েছেন অনেকটা। পাশাপাশি পেস অলরাউন্ডার আরিফুল হক এবং তরুণ গতিময় পেসার মুকিদুল ইসলাম মুগ্ধরা রূপগঞ্জের স্কোয়াডকে ব্যালেন্স করেছেন।

সারাবাংলার সঙ্গে আলাপকালে দলটির কোচ মিজানুর রহমান বাবুল বললেন, ‘শিরোপা জেতার জন্যই দল করা হয়েছে।’

দল গড়ার ক্ষেত্রে বড় তারকাদের পেছনে না ছুটে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করা ক্রিকেটারদের বেশি গুরুত্ব দেওয়া কারণ জানাতে বাবুল বললেন, ‘আমাদের দলে কোনো জাতীয় দলের ক্রিকেটার নাই, নাসুম ছাড়া। তবে যারা আছে তারা সবাই আমাদের ঘরোয়া ক্রিকেটের পারফরমার। সো আমরা সেভাবেই টিম করেছি। পারফরমারদের নিয়ে টিম করেছি। এটার একটা কারণ হলো যে জাতীয় দলের ক্রিকেটারদের কিন্তু এবার প্রিমিয়ার লিগে বেশি পাওয়া যাবে না। জাতীয় দলের খেলা আছে। সে জন্য বড় তারকাদের বদলে পারফরমারদের নিয়েই টিম বানিয়েছি আমরা। সব মিলিয়ে আমি মনে করি, আমরা শিরোপার দাবিদার।’

বিজ্ঞাপন

নতুন নিয়মে প্রিমিয়ার লিগে একজন করে বিদেশি ক্রিকেটার খেলানোর সুযোগ পাবে দলগুলো। বিদেশি ক্রিকেটার নির্বাচনকেও বেশ গুরুত্বপূর্ণ মনে করছেন বাবুল। তিনি বলেন, ‘হ্যাঁ, আমি বলব আমাদের টিমটা বেশ ব্যালেন্স। তাছাড়া বিদেশি একজন করে ক্রিকেটার নিতে পারবে প্রতিটি দল। তো কোন দলের হয়ে কোন বিদেশি ক্রিকেটার খেলবে সেটাও বড় রকমের একটা ভূমিকা রাখবে।’ রূপগঞ্জ টাইগার্সের জন্য ভালো মানের একজন বিদেশি ক্রিকেটারকেই খোঁজা হচ্ছে বলে জানালেন তিনি।

মিজানুর রহমান বাবুল গত কয়েক বছর ধরে ছিলেন প্রাইম দোলেশ্বরে। এবার ডিপিএলে অংশ নিচ্ছে না দলটি। যাতে রূপগঞ্জ টাইগার্সে যোগ দিয়েছেন তিনি। নতুন দলে এসে নতুন  চ্যালেঞ্জ অনুভব করছেন বাবুল। জানালেন, ‘আমার জন্য চ্যালেঞ্জ হচ্ছে এটা ভালো দল। আমি যখন প্রাইম দোলেশ্বরে ছিলাম তখন এক রকম দল পেয়েছি, এই দলটা অন্য রকম। এই দলটা শুরু থেকেই চ্যাম্পিয়ন টিম।  এটাই চ্যালেঞ্জ যে জিততে হবে। দলের সামর্থ হিসেবে প্রতিটি ম্যাচই জেতার প্রত্যাশা থাকবে। তো এটা একটা চ্যালেঞ্জ।’

উল্লেখ্য, সবকিছু ঠিক থাকলে চলতি মার্চের ১৫ তারিখ থেকে মাঠে গড়াবে ওয়ানডে ফরম্যাটের এবারের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। ১৪ মার্চ ট্রফি উন্মোচন অনুষ্ঠিত হওয়ার কথা।

রূপগঞ্জ টাইগার্সের স্কোয়াড: আরিফুল হক, ফরহাদ রেজা, জাকের হোসেন, মুকিদুল ইসলাম মুগ্ধ, ফজলে মাহমুদ রাব্বি, নাসুম আহমেদ, ইমরানুজ্জামান, শরিফুল্লাহ, আব্দুল গাফফার, এনামুল হক জুনিয়র, মিজানুর রহমান, নাহিদ হাসান, আজমির আহমেদ, শফিকুল ইসলাম, আসিফ আহমেদ রাতুল, মার্শাল আইয়ুব।

টপ নিউজ ডিপিএল রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর