Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বাংলাদেশ এখন দশে

স্পোর্টস ডেস্ক
২১ ফেব্রুয়ারি ২০২২ ১৫:২১

আইসিসি’র সদ্য প্রকাশিত টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে আরও এক ধাপ পিছিয়েছে বাংলাদেশ। ৯ থেকে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ এখন দশে অবস্থান করছে। এদিকে, ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ ব্যবধানে হারিয়ে শীর্ষে উঠেছে ভারত। দুইয়ে নেমে গেছে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে জিতে বাংলাদেশকে পেছনে ফেলে নয় নম্বরে উঠেছে শ্রীলংকা।

তবে গত নভেম্বর পর্যন্ত বাংলাদেশ র‍্যাংকিংয়ে আটের ভেতর ছিল। আর এতেই ২০২২ সাকের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাছাইপর্বে খেলতে হচ্ছে না। বাংলাদেশের জন্য স্বস্তিটা এখানেই যে, র‍্যাংকিংয়ের বিচারে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে কোন দল সরাসরি ‘সুপার টুয়েলভে’ খেলবে আর কারা খেলবে প্রথম পর্বে, সেটি ঠিক করতে ১৫ নভেম্বরের র‍্যাংকিংকেই ‘কাট-অফ টাইম’ ধরে নেওয়া হয়েছিল।

বিজ্ঞাপন

ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ ব্যবধানে হারানোর পুরস্কার রোহিত শর্মার দল পেয়েছে র‍্যাংকিংয়ে শীর্ষে উঠেছে। ৩৯ ম্যাচে ভারতের রেটিং সমান ২৬৯ হলেও ভারতের পয়েন্ট ১০৪৮৪, সমান ম্যাচে ইংল্যান্ডের পয়েন্ট ১০ কম। এরপর ২৬৬ রেটিং নিয়ে তিনে পাকিস্তান, চারে নিউজিল্যান্ড (২৫৫) আর পাঁচে দক্ষিণ আফ্রিকা (২৫৩)। শ্রীলঙ্কাকে ৪-১ ব্যবধানে সিরিজ হারানো অস্ট্রেলিয়া আছে ছয় নম্বরে (২৪৯), সাতে ওয়েস্ট ইন্ডিজ (২৩৫)। আট নম্বরে আফগানিস্তান (২৩২)।

সারাবাংলা/এসএস

আইসিসি টি-টোয়েন্টি র‍্যাংকিং বাংলাদেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর