প্রথম বিপিএলেই জ্যাকসের বাজিমাত
১৬ ফেব্রুয়ারি ২০২২ ১৮:২৬ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২২ ১৮:৩১
প্রথমবার বিপিএল খেলতে এসেই উইল জ্যাকসের বাজিমাত। ব্যাট হাতে দারুণ ধারাবাহিক ইংলিশ এই তরুণ উঠে বসেছেন চলতি বিপিএলে রান সংগ্রাহকদের তালিকায় শীর্ষে।
এবারের বঙ্গবন্ধু বিপিএলে তারকাবহুল দল গড়েনি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তরুণদের ওপরই ভরসা করেছে দলটি। সেটা দারুণভাবে কাজেও লেগেছে। তারুণ্যের উজ্জলাতেই ফাইনালের কাছাকাছি পৌঁছেছে চট্টগ্রাম। যাতে বড় অবদান জ্যাকসের। চট্টগ্রামের হয়ে ইংল্যান্ডের তরুণ এই ব্যাটার রান করেছেন ধারাবাহিকভাবে।
চোটের কারণে এলিমিনিটর ম্যাচ খেলতে পারেননি। চোট কাটিয়ে আজ চট্টগ্রামের হয়ে দ্বিতীয় কোয়ালিভায়ার খেলতে নেমেই রান সংগ্রাহকদের তালিকায় নিজেকে চূড়ায় তুলে নিলেন ২৩ বছর বয়সী তরুণ।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে অবশ্য বড় সংগ্রহ গড়তে পারেননি জ্যাকস। ঝড় তোলার ইঙ্গিত দিয়ে ফিরেছেন মাত্র ৯ বলে ১৬ রান করে। তাতেই রান সংগ্রাহকদের তালিকায় সবার উপরে উঠে বসেছেন।
এখন পর্যন্ত ১১ ম্যাচ খেলে জ্যাকসের রান ৪১৪। রান সংগ্রাহকদের তালিকায় দুই নম্বরে আছেন খুলনা টাইগার্সের আন্দ্রে ফ্লেচার, তিন নম্বরে মিনিস্টার ঢাকার তামিম ইকবাল। ফ্লেচারের রান ১১ ম্যাচে ৪১০, তামিমের রান ৯ ম্যাচে ৪০৭।
জ্যাকস ১১ ম্যাচে এই রান করেছেন ৪৬ গড়, ১৫৫.৬৪ স্ট্রাইক রেটে। সেঞ্চুরি পাননি, হাফ সেঞ্চুরি করেছেন চারটি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে অনুষ্ঠিত ২০২২ বিপিএলের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিপিএলের খেলা। অনলাইনে র্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/
উইল জ্যাকস খুলনা টাইগার্স বনাম চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বঙ্গবন্ধু বিপিএল-২০২২