শনিবার আসছে আফগানিস্তান, আসছেন না রশিদ
১১ ফেব্রুয়ারি ২০২২ ১৯:৪৬ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২২ ২০:৪৮
বঙ্গবন্ধু অষ্টম বিপিএল শেষ হতেই ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজ খেলতে শনিবার ঢাকায় পা রাখছে আফগানিস্তান ক্রিকেট দল। তবে দলের সঙ্গে আসছেন না দলটির বড় তারকা রশিদ খান।
আগামীকাল শনিবার (১২ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় বিকেল ৫টা ২০ মিনিটে হযরত শাহজালাল বিমান বন্দরে পৌঁছার কথা আফগানিস্তান ক্রিকেট দলের।
তিন ওয়ানডে ও দুই টি-টোয়েন্টি ম্যাচের সিরিজটি শুরু হবে আগামী ২৩ ফেব্রুয়ারি। সিরিজের আগে কন্ডিশনিং ক্যাম্প করতে চায় বলেই আফগানদের আগেভাগে বাংলাদেশে আসা। ঢাকা থেকে সোজা সিলেটে চলে যাবে আফগানরা, সেখানেই তাদের কন্ডিশনিং ক্যাম্প।
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার কারণে দলের সঙ্গে বাংলাদেশ আসছেন না রশিদ। লাহোর কালান্দার্সের হয়ে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত পিএসএল খেলবেন রশিদ। বাংলাদেশের বিমান ধরবেন তারপর।
বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ অনুষ্ঠিত হবে ঢাকা এবং চট্টগ্রামে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে যথাক্রমে- ২৩,২৫ ও ২৮ ফেব্রুয়ারি। ঢাকার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুটি টি-টোয়েন্টি হবে যথাক্রমে- ৩ ও ৫ মার্চ।