Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাকিব-ব্রাভো ঝড়ে বরিশালের ১৯৯


৮ ফেব্রুয়ারি ২০২২ ১৯:২৭ | আপডেট: ৮ ফেব্রুয়ারি ২০২২ ১৯:৪৯

ফরচুন বরিশালের হয়ে ইনিংসের শুরু থেকে শেষ অবদি ব্যাটিং করলেন ক্রিস গেইল। তবুও ক্যারিবিয়ান তারকার নামের পাশে ৫২ রান, এই রান করতে ৪৫ বল খেলেছেন! গেইল নামের সঙ্গে এই পরিসংখ্যান বেমানানই বটে! তবে গেইল না পারলেও বরিশাল কিন্তু ঠিকই রানের পাহাড় গড়েছে। মুনিম শাহরিয়ান, সাকিব আল হাসান ও ডোয়াইন ব্রাভোর ঝড়ো ব্যাটিংয়ে আগে ব্যাটিং করে সিলেট সানরাইজার্সের বিপক্ষে ১৯৯ রান তুলেছে বরিশাল।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে বরিশালকে ব্যাটিংয়ে পাঠান সিলেট সানরােইজার্স অধিনায়ক রবি বোপারা। তারপর গেইল একপ্রান্তে দাঁড়িয়ে থাকলেন অপর প্রান্ত থেকে পর্যায়ক্রমে ব্যাটিং ঝড় দেখিয়ে গেলেন অন্যরা, বরিশালের পুরো ইনিংসটা হলো এমনই।

বিজ্ঞাপন

শুরুটা করেছিলেন তরুণ মুনিম শাহরিয়ার। বরিশালের অন্য ওপেনারদের ব্যর্থতায় একাদশে সুযোগ পাওয়া মুনিম শাহরিয়ার গত ম্যাচের মতো আজও ঝড় তুলেছিলেন শুরুতে। গেইল একপ্রান্তে স্ট্রাইকরোটেট করে খেললেও অপরপ্রান্ত থেকে মাত্র ২৮ বলে ৫১ রানের ঝঁকঝঁকে এক ইনিংস খেলেন শাহরিয়ার। তার ইনিংসে চার ৬টি, ছক্কা ২টি।

ব্যাটিং অর্ডার উন্নতি করে তিনে নেমেছিলেন নুরুল হাসান সোহান। অফ ফর্মে থাকা সোহান তিনেও রান পাননি। ৪ বলে ২ রান করে আউট হয়েছেন। অসাধারণ ফর্মে থাকা সাকিব চারে নেমে আজও দুর্দান্ত একটা ইনিংস খেলেছেন। ইনিংসের শুরু থেকেই চালিয়ে খেলা সাকিব ৪টি ছক্কা, ২টি চারে মাত্র ১৯ বলে করেছেন ৩৮ রান।

ছয়ে নেমে শেষ দিকে ঝড় তোলেন ব্রাভো। ১৭তম ওভারে ব্যাটিংয়ে নেমে ১ চার ও ৪টি ছয়ে মাত্র ১৩ বলে ৩৪ রান করেন তিনি। গেইল ৪৫ বলে ৫২ রান করতে চার মেরেছেন ৪টি, ছক্কা ২টি।

বিজ্ঞাপন

সিলেটের হয়ে একটি করে উইকেট নিয়েছেন সোহাগ গাজী, একেএস স্বাধীন, আলাউদ্দিন বাবু ও নাজমুল ইসলাম অপু।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে অনুষ্ঠিত ২০২২ বিপিএলের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিপিএলের খেলা। অনলাইনে র‍্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/

ক্রিস গেইল টপ নিউজ বঙ্গবন্ধু বিপিএল-২০২২

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর