Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জরিমানার সঙ্গে নিষেধাজ্ঞায় বসুন্ধরা কিংস ও উত্তর বারিধারা

স্পোর্টস ডেস্ক
২৭ ডিসেম্বর ২০২১ ১৬:৫৮ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২১ ১৮:০১

ফেডারেশন কাপ শুরুর আগে থেকেই বসুন্ধরা কিংস আপত্তি জানিয়ে আসছিল টার্ফ নিয়ে। শেষ পর্যন্ত সে সমস্যা সমাধান না হওয়ায় ফেডারেশন কাপে খেলতেই আসেনি দলটি। তাদের সঙ্গে যোগ দিয়ে মাঠে আসেনি উত্তর বারিধারাও। এতেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) শাস্তির মুখে পড়েছে দল দুটি। বাফুফের ডিসিপ্লিনারি কমিটি এই দুই দলকে পাঁচ লাখ টাকা জরিমানার সঙ্গে পরের আসর থেকে নিষিদ্ধও করেছে।

সোমবার (২৭ ডিসেম্বর) বাফুফে এক বিজ্ঞপ্তিতে বসুন্ধরা কিংস ও উত্তর বারিধারাকে ৫ লাখ টাকা করে আর্থিক জরিমানা করার সিদ্ধান্ত জানায়। জরিমানার অর্থ আগামী ২৭ জানুয়ারির মধ্যে পরিশোধের সময়সীমাও বেঁধে দিয়েছে ডিসিপ্লিনারি কমিটি।

বিজ্ঞাপন

চলমান ফেডারেশন কাপের বাইলজের ধারা ১৯.৩ অনুযায়ী উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে মাঠে উপস্থিত হওয়া স্বাধীনতা ক্রীড়া সংঘকে এবং দ্বিতীয় ম্যাচে উপস্থিত আবাহনীকে ৩-০ গোলে বিজয়ী ঘোষণা করা হয়েছে। আবাহনীর বিপক্ষে ম্যাচে মাঠেই হাজির হয়নি উত্তর বারিধারা ক্লাব ও স্বাধীনতা ক্রীড়া সংঘের বিপক্ষে ম্যাচে হাজির হয়নি বসুন্ধরা কিংস।

নিয়ম বহির্ভুতভাবে সূচি পরিবর্তন এবং কমলাপুরের টার্ফ খেলার উপযোগী নয়-এই দুটি কারণ জানিয়ে প্রতিযোগিতা শুরুর আগে না খেলার সিদ্ধান্ত জানিয়ে বাফুফেকে চিঠি দিয়েছিল কিংস। টার্ফ নিয়ে আপত্তি তুলে না খেলার কথা ঘরোয়া ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাকে জানিয়েছিল উত্তর বারিধারাও।

তবে এই দুই দলের আপত্তিকে আমলে না নিয়েই বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামের টার্ফেই খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অটল থাকে বাফুফে। আর এতেই অভিযোগ জানানো দল দুটি অংশ নেয়নি টুর্নামেন্টে।

বিজ্ঞাপন

শনিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় বাফুফে সিনিয়র সহ-সভাপতি ও পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী জানিয়েছিলেন বাইলজ অনুযায়ী সিদ্ধান্ত হবে। কেউ খেলুক বা না খেলুক, ফেডারেশন কাপ চলবে বলেও জানান তিনি।

এদিকে টুর্নামেন্টের দ্বিতীয় দিনে অর্থাৎ রোববার (২৬ ডিসেম্বর) মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মধ্যকার ম্যাচটিও মাঠে গড়ায়নি। শেখ জামাল মাঠে এলেও আসেনি মুক্তিযোদ্ধা সংসদ। এতেই ভেস্তে যায় ম্যাচটি। তবে এই ম্যাচ খেলতে শেখ জামাল কেন মাঠে আসেনি তা নিয়ে এখনও জানা যায়নি কিছুই। আর এ ব্যাপারে কোনো সিদ্ধান্তও জানায়নি বাফুফে।

সারাবাংলা/এসএস

উত্তরা বারিধারা জরিমানা নিষেধাজ্ঞা ফেডারেশন কাপ ফেডারেশন কাপ ২০২১ বসুন্ধরা কিংস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর