Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিদায়ের পর হরভজনের কণ্ঠে আক্ষেপ


২৬ ডিসেম্বর ২০২১ ১২:৩১ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২১ ১২:৩৬

একদিন আগে সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের তারকা স্পিনার হরভজন সিং। বিদায় বলার পর আক্ষেপ ঝড়ল হরভজনের কণ্ঠে। বলেছেন দল থেকে বাদ দেওয়ার কারণ কখনোই জানানো হয়নি তাকে এবং পর্যাপ্ত সুযোগ পেলে ক্যারিয়ার হতে পারত আরও সমৃদ্ধ।

হরভজন সিং ভারতের জাতীয় দলের বাইরে ছিলেন অনেকদিন। সর্বশেষ টেস্ট ও ওয়ানডে খেলেছেন সেই ২০১৫ সালে। শেষ টি-টোয়েন্টি খেলেছেন ২০১৬ সালের মার্চে। শুধু আইপিএলই খেলছিলেন নিয়মিত। গত দুই মৌসুমে আইপিএলেও সেরা একাদশে জায়গা হচ্ছিল না তারকা এই স্পিনারের। একদিন আগে ক্রিকেটকে বিদায়ই বলে দিলেন ইতিহাসের অন্যতম সেরা অফস্পিনার।

বিজ্ঞাপন

বিদায়ের পর ভারতীয় এক দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে হরভজন বলেন, ‘তাদেরকে জিজ্ঞেস করেছি যে, আমি কি নিজেকে হারিয়ে ফেলেছি নাকি বোলিং খারাপ হয়ে গেছে কিংবা কী হয়েছে যে তারা আমাকে একেবারেই নিচ্ছে না। এটির কোনো উত্তর পাইনি। ৪০০ উইকেট শিকারি একজনের সঙ্গে এরকম হলে ৪০ উইকেট পাওয়া কাউকে কেউ জিজ্ঞেসই করবে না। এটা ভারতীয় ক্রিকেটের একটি হতাশার গল্প যে, কেউ এত অর্জনের পর তাকে যখন আর প্রয়োজন হয় না, কেউ ভালোভাবে কথাও বলে না।’

৩১ বছর বয়সেই ৪০০ টেস্ট উইকেট হয়ে যায় হরভজন সিংহের। তবুও তার টেস্ট উইকেট আটকে আছে ৪১৭ তে। রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার উত্থানে গত কয়েকটা বছর ভারতীয় দলে সেভাবে সুযোগই মিলেনি হরভজনের। ৪১ বছর বয়সী তারকা বলেছেন, ‘কেউ যখন চারশর বেশি উইকেট নেয় এবং এরপর আর সুযোগ পায় না, এমনকি বাদ পড়ার কারণও জানানো হয় না, মাথায় অনেক প্রশ্ন তখন আসেই। আমার দল থেকে বাদ পড়া নিয়ে অনেককে জিজ্ঞেস করেছি, কোনো জবাব পাইনি।’

বিজ্ঞাপন

ঠিক মতো সুযোগ পেলে আরও এক দেড়শ টেস্ট উইকেট নিতে পারতেন মনে করছেন তিনি, ‘সমর্থন পেলে সবসময়ই ভালো লাগে। আমি বলতে পারি, যদি সঠিক সময়ে সেরকম সমর্থন পেতাম, তাহলে ৫০০-৫৫০ উইকেট নিয়ে আরও আগেই অবসরে যেতে পারতাম। কারণ ৪০০ উইকেট পাওয়ার সময় আমার বয়স ছিল স্রেফ ৩১। আরও ৩-৪ বছর খেলতে পারলে (টানা) ৫০০ উইকেট পেতে পারতাম। কিন্তু তা হয়নি।’

ভারতের হয়ে ১০৩ টেস্ট খেলে ৪১৭ উইকেট নিয়েছেন হরভজন। ২৩৬ ওয়ানডেতে তার উইকেট সংখ্যা ২৬৯। ২৮ টি-টোয়েন্টি খেলে উইকেটসংখ্যা ২৫টি।

বিসিসিআই ভারতীয় ক্রিকেট হরভজন সিং

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর