নতুন ড্র’তে পিএসজি’কে পেল রিয়াল মাদ্রিদ
১৩ ডিসেম্বর ২০২১ ২০:২৪ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২১ ০০:১৭
কারিগরি ত্রুটির কারণে প্রথমে অনুষ্ঠিত ড্র বাতিল করে উয়েফা। এরপর ঘোষণা দেয় রাত ৮টায় আবারও অনুষ্ঠিত হবে ২০২১/২২ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের রাউন্ড অব -১৬’র নতুন ড্র। এই ড্র’তে প্যারিস সেইন্ট জার্মেইকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে রিয়াল মাদ্রিদ। আর ম্যানচেস্টার ইউনাইটেড পেল অ্যাটলেটিকো মাদ্রিদকে।
প্রথমে অনুষ্ঠিত ড্র’তে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ ছিল বেনফিকা। পিএসজির প্রতিপক্ষ ছিল ম্যানচেস্টার ইউনাইটেড আর অ্যাটেলেটিকো মাদ্রিদ পেয়েছিল বায়ার্ন মিউনিখকে।
নতুন ড্র’তে যে যার প্রতিপক্ষ
পিএসজি বনাম রিয়াল মাদ্রিদ
ইন্টার মিলান বনাম লিভারপুল
ভিয়ারিয়াল বনাম জুভেন্টাস
অ্যাটলেটিকো মাদ্রিদ বনাম ম্যানচেস্টার ইউনাইটেড
চেলসি বনাম লিল
বেনফিকা বনাম আয়াক্স
স্পোর্টিং সিপি বনাম ম্যানচেস্টার সিটি
রেড বুল সালজবুর্গ বনাম বায়ার্ন মিউনিখ
প্রথমে অনুষ্ঠিত ড্র’তে যে যাকে পেয়েছিল
বেনফিকা বনাম রিয়াল মাদ্রিদ
ভিয়ারিয়াল বনাম ম্যানচেস্টার সিটি
অ্যাটলেটিকো মাদ্রিদ বনাম বায়ার্ন মিউনিখ
রেড বুল সালজবুর্গ বনাম লিভারপুল
ইন্টার মিলান বনাম আয়াক্স
স্পোর্টিং সিপি বনাম জুভেন্টাস
চেলসি বনাম লিল
প্যারিস সেইন্ট জার্মেই বনাম ম্যানচেস্টার ইউনাইটেড
সারাবাংলা/এসএস