পাকিস্তান সিরিজ খেলা হচ্ছে না তামিমের
১৪ নভেম্বর ২০২১ ১৯:৩০ | আপডেট: ১৪ নভেম্বর ২০২১ ১৯:৩৬
কদিন পর থেকে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। আঙুলের নতুন চোটের কারণে অনেকদিন যাবত দলের বাইরে থাকা তামিম ইকবাল খেলতে পারছেন না এই সিরিজ।
রোববার (১৪ নভেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফিজিও বায়েজিদ ইসলাম নিশ্চিত করেছেন বিষয়টি।
হাঁটুর চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকা তামিম সুস্থ্ হয়ে গত অক্টোবরে গিয়েছিলেন নেপালের এভারেস্ট টি-টোয়েন্টি লিগ খেলতে। সেখানে নতুন চোটে পড়েন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। ৬ অক্টোবর ব্যাটিংয়ের সময় বাঁহাতের বুড়ো আঙুলে আঘাত পান তিনি। দেশে ফিরে এক্স-রে করলে চিড় ধরা পড়ে। মাস খানেক ধরে চোট সারিয়ে সম্প্রতি ব্যাটিংয়ে ফিরেছিলেন তামিম।
প্রথমে টেনিস বল, এরপর ক্রিকেট বলে ব্যাটিং অনুশীলন শুরু করেছিলেন। কিন্তু তাতে ব্যথা বেড়ে যায়। ফলে আবারও এক্স-রে করান তামিম। তাতে ধরা পড়ে নতুন চিড়। চিড় ধরা পড়েছে সেই বাঁহাতের বুড়ো আঙুলেই। আগের এক্স-রে তে সেটা ধরে পড়েনি। নতুন করে আবারও চিকিৎসা শুরু হবে তামিমের।
শোনা যাচ্ছে, উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে চাইছেন তামিম। চিকিৎসকের অ্যাপয়নমেন্ট পেলে চলে যেতে চান লন্ডনে। অপারেশন প্রয়োজন পড়ে কিনা সেটাই এখন বড় শঙ্কা তামিমের। যদি অপারেশন করতে না হয় তবে আগামী নিউজিল্যান্ড সিরিজের আগেই ফিট হয়ে ওঠার কথা অভিজ্ঞ ওপেনারের। তবে অপারেশন লাগলে ফিট হতে সময় লাগবে অনেক।
সর্বশেষ জাতীয় দলের জার্সিতে গত জুলাইয়ে খেলেছেন তামিম। ব্যথা নিয়েই জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেছিলেন। পরে সেরে উঠলেও টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করে নেন তিনি। নেপালে লিগ খেলতে গিয়ে আঙুলে চোট পাওয়া তামিম বিশ্বকাপের পরেও মাঠে ফিরতে পারছেন না।
তামিম সর্বশেষ টেস্ট খেলেছেন গত এপ্রিলে। শ্রীলংকার সফরে দুই টেস্টে তার রান ছিল যথাক্রমে- ৯০, ৭৪*, ৯২ ও ২৪।