Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ সিরিজের জন্য পাকিস্তানের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক
৮ নভেম্বর ২০২১ ২২:০১ | আপডেট: ৮ নভেম্বর ২০২১ ২২:০২

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ করেই বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান। বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে সোমবার (৮ নভেম্বর) নিজেদের ১৮ জনের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

বাংলাদেশ সফরেও পাকিস্তানের নেতৃত্বে থাকছেন বাবর আজম। সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে বাংলাদেশে আসবেন না কেবল মোহাম্মদ হাফিজ। এছাড়া ওই দল থেকে বাকি ১৪ জনের সকলেই ডাক পেয়েছেন এই সিরিজে। হাফিজ তরুণদের সুযোগ করে দিতে বাংলাদেশ সফর থেকে সরে দাঁড়িয়েছেন।

বিজ্ঞাপন

বিশ্বকাপ স্কোয়াডে নেই এমন ৩ ক্রিকেটার সুযোগ পেয়েছেন বাংলাদেশ সফরের দলে। তারা হলেন- ইফতিখার আহমেদ, হায়দার আলী ও খুশদিল শাহ।

বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করা পাকিস্তান ফাইনাল খেলতে পারলে আর দেশে না ফিরে সোজা বাংলাদেশের উদ্দেশে পাড়ি জমাবে। আর যদি সেমিফাইনালেই যাত্রা শেষ হয় তবে সংযুক্ত আরব আমিরাতেই কিছুদিন বিশ্রাম করবে পাকিস্তান দল।

নভেম্বরের শেষ দিকে বাংলাদেশের সঙ্গে তিনটি টি-টোয়েন্টি এবং দুটি টেস্ট খেলতে ঢাকায় আসবে পাকিস্তান দল। নভেম্বরের ১৯, ২০ ও ২২ নভেম্বরে হবে টি-টোয়েন্টি সিরিজের খেলা। এরপর দুই টেস্টের প্রথমটি শুরু হবে হবে ২৬ নভেম্বর। শেষ ম্যাচটি মাঠা গড়াবে ৪ ডিসেম্বর।

টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচের ভেন্যুই ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। টি-টোয়েন্টি সিরিজ শেষে দুই দল পাড়ি জমাবে চট্টগ্রামে। ‘সাগরিকা’ খ্যাত চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৬ নভেম্বর শুরু হবে দুই দলের মধ্যকার প্রথম টেস্ট। চট্টগ্রাম টেস্ট শেষে দুই দল আবারও ঢাকায় ফিরবে। ৪ ডিসেম্বর মিরপুরে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে।

বিজ্ঞাপন

পাকিস্তানের ১৮ সদস্যের স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আসিফ আলী, ফখর জামান, হায়দার আলী, হারিস রউফ, হাসান আলী, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), শাহীন শাহ আফ্রিদি, শাহনেওয়াজ দোহানি, শোয়েব মালিক ও উসমান কাদির।

ভারতের আয়োজনে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হচ্ছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিশ্বকাপের খেলা। অনলাইনে র‍্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন— https://www.rabbitholebd.com/

সারাবাংলা/এসএস

টি-টোয়েন্টি বিশ্বকাপ পাকিস্তান ক্রিকেট বোর্ড পাকিস্তান দল ঘোষণা বাংলাদেশ বনাম পাকিস্তান

বিজ্ঞাপন

কুরস্কে ইউক্রেনের নতুন হামলা
৬ জানুয়ারি ২০২৫ ১১:৪৯

আরো

সম্পর্কিত খবর