Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাহুল দ্রাবিড়ই ভারতের প্রধান কোচ


৩ নভেম্বর ২০২১ ২৩:২৮ | আপডেট: ৩ নভেম্বর ২০২১ ২৩:২৯

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতের প্রধান কোচ রবি শাস্ত্রীর মেয়াদ শেষ হচ্ছে। ভারতীয় গণমাধ্যমে আগে থেকেই বলা হচ্ছে, সাবেক কিংবদন্তি ব্যাটার রাহুল দ্রাবিড় হচ্ছেন শাস্ত্রীর স্থলাভিষিক্ত। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গাঙ্গুলীর সঙ্গে দ্রাবিড়ের পাকা কথা হয়েছে সেটাও বলা হয়েছিল খবরে। এখন মনে হচ্ছে সব খবরই সত্য। অনুষ্ঠানিকভাবে রাহুল দ্রাবিড়কে ভারতের প্রধান কোচ হিসেবে ঘোষণা দিয়েছে বিসিসিআই।

বিজ্ঞাপন

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে ভারত। সেই সিরিজ থেকেই দায়িত্ব শুরু হবে দ্রাবিড়ের। আগামী দুই বছরে দুটি বিশ্বকাপ আছে। সেদিকেই চোখ থাকবে বিসিসিআইকে দেওয়া বিবৃতিতে জানিয়েছেন রাহুল।

কিংবদন্তি ক্রিকেটার বলেন, ‘ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পাওয়া দারুণ সম্মানের। দায়িত্ব পালনের জন্য আমি সত্যিই মুখিয়ে আছি। শাস্ত্রীর কোচিংয়ে দলটি খুবই ভালো করেছে। আশা করছি, এই দলকে আরও এগিয়ে নিতে পারব।’

সাবেক অধিনায়ক বলেন, ‘এনসিএ, অনূর্ধ্ব-১৯ ও ভারত ‘এ’ দলের সেটআপে খেলোয়াড়দের অনেকের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার সুবাদে আমি জানি, তাদের প্রতিদিনই উন্নতি করার আকাঙ্ক্ষা ও ইচ্ছা আছে। আগামী দুই বছরে বড় কিছু মাল্টি-টিম প্রতিযোগিতা আছে। ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের সঙ্গে কাজ করে নিজেদের সেরাটা অর্জনের জন্য উন্মুখ হয়ে আছি।’

বর্ণাঢ খেলোয়াড়ি জীবন শেষে কোচিংয়ে এসে ভারতের অনূর্ধ্ব-১৯ দল, ‘এ’ দল, একাডেমি দলে কোচ হিসেবে অনেকদিন কাজ করার অভিজ্ঞতা আছে দ্রাবিড়ের। মূল দলেও কোচিং করেছেন তিনি। ভারতের গত শ্রীলংকা সফরে প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন দ্রাবিড়। বয়সভিত্তিক ক্রিকেটে দ্রাড়িরের কোচিং প্রসংশা কুড়িয়েছে বলেই তার হাতে জাতীয় দলের দায়িত্ব দেওয়ার কথা শোনা যাচ্ছিল।

রবি শাস্ত্রীর অধীনে আগ্রসী ক্রিকেটে বিশ্বজুড়ে সমাদৃত হয়েছে ভারতীয় ক্রিকেট। অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ জেতা ভারত টেস্ট র্যাংকিংয়ের শীর্ষে ছিল দীর্ঘদিন। কিন্তু বৈশ্বিক টুর্নামেন্টে সুবিধা করতে ব্যর্থ শাস্ত্রীর ভারত। ২০১৯ সালের বিশ্বকাপে সেমিফাইনালে বাদ পড়ে ভারত। ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে গিয়েও চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে হেরে শিরোপা জেতা হয়নি। এবারের বিশ্বকাপটাও ভালো যাচ্ছে না ভারতের। পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম দুই ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার শঙ্কা জেগেছে ভারতের।

বিজ্ঞাপন

ভারতের আয়োজনে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হচ্ছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিশ্বকাপের খেলা। অনলাইনে র‍্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/

রাহুল দ্রাবিড়

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর