Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বায়ো বাবল ভেঙে শাস্তি পেলেন ইংলিশ আম্পায়ার

স্পোর্টস ডেস্ক
২ নভেম্বর ২০২১ ১৩:৫৪

সাবেক ডারহাম ব্যাটার মাইকেল গফ বর্তমান বিশ্বের অন্যতম সেরা আম্পায়ারদের একজন। টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত আম্পায়ারিং করছিলেন এই ইংলিশ। তবে জৈব সুরক্ষা বলয় (বায়ো বাবল) ভাঙে শাস্তির মুখে পড়তে যাচ্ছেন গফ। শাস্তিস্বরূপ ছয় দিনের জন্য নিষিদ্ধ করা হয়েছে তাকে। এ সময় কোনো ম্যাচে আম্পায়ারিং করতে পারবেন না গফ। থাকতে হবে আইসোলেশনে।

তবে শর্ত ভাঙায় আইসিসি’র বায়ো বাবল কমিটির হাত থেকে রক্ষা পেলেন না তিনি। আইসিসি’র এক মুখপাত্র বলেছেন, ‘বায়ো বাবলের নিয়ম ভাঙায় উপদেষ্টা কমিটি আম্পায়ার মাইকেল গফকে ছয়দিনের জন্য আইসোলেশনে থাকার নির্দেশ দিয়েছে।’

বিজ্ঞাপন

গেল রোববার ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচে তারই ম্যাচ পরিচালনা করার কথা ছিল। তবে আইসোলেশনে থাকার কারণে তার পরিবর্তে রিচার্ড ক্যাটেলব্রোর ও মারাইস এরাসমাস দায়িত্ব পালন করেন।

আপাতত ছয়দিনের বন্দিদশা থেকে বের হয়ে মাঠে ফিরতে সমস্যায় নেই গফের। তবে ধারণা করা হচ্ছে, আইসিসি সামনে এই ইংলিশ আম্পায়ারকে জরিমানাও করতে পারে।

কীভাবে এই আম্পায়ার বলয় ভেঙেছেন, আইসিসির অফিসিয়ালরা সেটা প্রকাশ না করলেও জনপ্রিয় ব্রিটিশ গণমাধ্যম মিরর জানাচ্ছে, গত শুক্রবার কারও অনুমতি ছাড়া হোটেল থেকে বেরিয়ে যান গফ। এরপর বাবলে না থাকা মানুষদের সঙ্গে সাক্ষাত করেন।

ভারতের আয়োজনে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হচ্ছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিশ্বকাপের খেলা। অনলাইনে র‍্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন— https://www.rabbitholebd.com/

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

আম্পায়ার শাস্তির মুখে টি-টোয়েন্টি বিশ্বকাপ বায়ো বাবল

বিজ্ঞাপন

টানা সাতে জয়ে দুর্বার মোহামেডান
১০ জানুয়ারি ২০২৫ ১৮:৪৫

বাধ্য হয়ে জোভান-তটিনীর বিয়ে!
১০ জানুয়ারি ২০২৫ ১৮:১৯

আরো

সম্পর্কিত খবর