Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বপ্ন প্রতিদিন পরিবর্তন হয় নাকি?

স্পোর্টস ডেস্ক
২০ অক্টোবর ২০২১ ০৮:৪৬ | আপডেট: ২০ অক্টোবর ২০২১ ০৯:৩৩

টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে ওমানের বিপক্ষে কাঙ্ক্ষিত জয় পেয়েছে বাংলাদেশ। এতে সবচেয়ে বেশি অবদান সাকিব আল হাসানের। যার স্বীকৃতি মিলেছে ম্যান অব দ্য ম্যাচের পুরষ্কার পেয়ে। তবে মাঠে যেমন ক্ষুরধার সাকিব, মাঠের বাইরে কথার জবাব দিতেও তার জুড়ি মেলা ভার।

প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে হারের পর বেশ অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ দল। আর দ্বিতীয় ম্যাচে ওমানকে হারিয়ে সুপার টুয়েলভে ওঠার লড়াইয়ে ফেরার পর সংবাদ সম্মেলনে আসা সাকিব আল হাসানের কাছে কাছে জানতে চাওয়া হয়েছিল বাংলাদেশ দলের লক্ষ্যটা এখন কি?

বিজ্ঞাপন

এই জয় একটু হলেও স্বস্তি দেবে: সাকিব

বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ার আগে সাকিব বলেছিলেন এবারের বাংলাদেশের ভালো করার সম্ভবনা আছে। তিনি হয়তো সাংবাদিকদের প্রশ্নে ভেবে বসেছেন তাকে তারই কথার সূত্র ধরে খোঁচা দেওয়া হচ্ছে। তাই তো বাংলাদেশ দলের লক্ষ্য কি জিজ্ঞাসা করায় বেশ বিরক্তির সুরেই জবাবটা দিলেন সাকিব।

‘আমাদের স্বপ্নের কথা তো আমরা বলেই এসেছি। স্বপ্ন কি প্রতিদিন পরিবর্তন হয় নাকি?’

এরপর আরেকটু খোঁচা দিয়েই সাকিব বললেন, ‘প্রথম আমাদের লক্ষ্য পরবর্তী স্টেজে কোয়ালিফাই করা। এরপর সেমিফাইনাল খেলা। আমরা যখন দেশ থেকে আসি, তখন তো আমাদের একটা বড় স্বপ্ন নিয়ে আসতে হবে। যদি বলেই আসি সব ম্যাচ হারব, আমরা হারতে যাচ্ছি, আপনার কি সেটা খুশি মনে নেবেন? মেনে নিলে পরের বার এটাই করব।’
ওমানকে ২৬ রানে হারিয়ে প্রথম রাউন্ডে ‘বি’ গ্রুপ থেকে সুপার টুয়েলভে ওঠার লড়াইয়ে টিকে থাকল বাংলাদেশ। এই জয়কে স্বস্তি হিসেবেই দেখছেন ম্যাচসেরা সাকিব, ‘অবশ্যই স্বস্তির জয়। ড্রেসিং রুমে পরিবেশের জন্য ভালো হবে। এই জয় আমাদের একটু হলেও স্বস্তি দেবে।’ দুই ম্যাচে এক জয়ে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে বাংলাদেশ। ওমান (‍+০.৬১৩) সমান ২ পয়েন্ট পেলেও রান রেটে বাংলাদেশের (‍+০.৫০০) চেয়ে এগিয়ে দুইয়ে।

বিজ্ঞাপন

ওমানকে হারিয়ে মূল পর্বের আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ

কঠিন সমীকরণ সম্পর্কে এখনো পুরোটা জানেন না সাকিব। এ ব্যাপারে তিনি বললেন, ‘আমি জানি না, রান রেট দেখলে হয়তো আরও ভালো করে বলতে পারব। কম্পিউটার অ্যানালিস্ট যেটা বলল- আমরা পাপুয়া নিউ গিনির সঙ্গে প্রত্যাশা অনুযায়ী ব্যবধান রেখে যদি জিতি তাহলেই আমরা কোয়ালিফাই করব। ওমান-স্কটল্যান্ডের ম্যাচ আছে, একটা দল অবশ্যই হারবে সেখানে। যারা হারবে রান রেটে তারা পিছিয়ে যাবে। আমরা পাপুয়া নিউ গিনিকে হারালে আমাদের রান রেট আরও ওপরে চলে যাবে। এখনও গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যাওয়ার সম্ভাবনাও আমাদের আছে। সেটা যদি না-ও হয়, আমরা কোয়ালিফাই করার মতো অবস্থানে আছি বলে আমার কাছে মনে হয়। যতটুকু আমি তথ্য পেয়েছি… না দেখে বলাটা মুশকিল হবে।’

এই ম্যাচে ২৯ বলে ৪২ রান করেছেন সাকিব, ২৮ রান দিয়ে নিয়েছেন ৩টি উইকেট। তবে ব্যাটিংয়ে রান কিছু কম উঠেছে বলে মনে করেন সাকিব। দুটি ক্যাচ ছাড়ার ব্যাখ্যাও দিলেন এ তারকা অলরাউন্ডার, ‘আরও ২৫ রান করা উচিত ছিল। ১৭০ করতে পারলে যেকোনো দলের বিপক্ষেই লড়াই করা যায়। রাতে ক্যাচ ধরা কঠিন। বল আলোর ওপরে গেলে হারিয়ে যায়।’

ভারতের আয়োজনে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হচ্ছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিশ্বকাপের খেলা। অনলাইনে র‍্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/

সারাবাংলা/এসএস

২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ টি-টোয়েন্টি বিশ্বকাপ সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর