না না! বেশি স্পিনার নিয়ে খেলব না: মাহমুদউল্লাহ
১৭ অক্টোবর ২০২১ ১১:২৫ | আপডেট: ১৭ অক্টোবর ২০২১ ১৩:৩০
ওমানের আল-আমিরাত ক্রিকেট স্টেডিয়ামে স্কটল্যান্ডের বিপক্ষের ম্যাচ দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা শুরু হচ্ছে রোববার (১৭ অক্টোবর)। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। ম্যাচের আগে সংবাদ সম্মেলন মাহমুদউল্লাহ রিয়াদ ফাঁস করে দিলেন দলের পরিকল্পনা। তিনি জানিয়ে দিলেন, স্কটল্যান্ডের বিপক্ষে বেশি স্পিনার নিয়ে খেলবে না বাংলাদেশ।
আগেরদিনও সবুজ মাঠ থেকে উইকেট আলাদা করতে হচ্ছিল কেবল স্টাম্প পোঁতা দেখে। অর্থাৎ পুরো সবুজে আচ্ছাদিত এক বাইশ গজ। নিশ্চিতভাবেই ম্যাচের দিন সকালে ঘাস ছেঁটে ফেলা হবে অনেকটা। কিন্তু তাতেও উইকেটে স্পিনারদের বেশি সহায়তা থাকার কথা না। অধিনায়ক মাহমুদউল্লাহ সংবাদ সম্মেলনেই স্পষ্ট জানিয়েছেন একাদশে স্পিনারদের প্রাধান্য থাকবে না।
বার্জারের মন্তব্য ও প্রস্তুতির হার নিয়ে ভাবছে না বাংলাদেশ
বাংলাদেশের বোলিংয়ের শক্তির জায়গাটা সবসময়ই স্পিনাররা। তবে এই শক্তির জায়গাটা কাজে লাগে কেবল ঘরের মাঠেই। বিদেশের মাটিতে বিশেষ করে ঘাসে মোড়ানো পিচে সেই স্পিনাররা কার্যত অসহায় হয়ে পড়েন। সেখানেই হাল ধরতে হয় পেসারদের। ওমানের যে মাঠে খেলা হবে সেখানকার পিচটি ছিল ঘাসে মোড়ানো। তাই তো অনুমেয়ভাবেই সংবাদ সম্মেলন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের কাছে প্রশ্ন ওঠে স্পিন না পেস? প্রশ্ন উঠতেই মাহমুদউল্লাহ তাই বলে দেন, ‘একাদশে স্পিনার বেশি থাকবে না, এটা আপনাদের বলে দিলাম।’
খেলার আগে আল-আমিরাত ক্রিকেট স্টেডিয়ামের পিচ থেকে মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, ‘এখানে যে প্রস্তুতি ম্যাচ খেলেছিলাম সেই ম্যাচে ব্যাটার-বোলারদের সঙ্গে যতটা আলাপ-আলোচনা করেছি, সবাই বলেছে পিচের কন্ডিশন ভালো ছিল, স্পোর্টিং উইকেট ছিল। আশা করি কন্ডিশন ওরকমই থাকবে। আমাদের যেকোনো কন্ডিশনের জন্যই মানসিকভাবে প্রস্তুত থাকা প্রয়োজন। তাহলে উইকেট স্লো হোক, বাউন্সি হোক, স্পোর্টিং হোক- আমরা মানিয়ে নিতে পারব। আশা করছি ভালো উইকেট থাকবে, প্রথম বল থেকেই ম্যাচ আমাদের নিয়ন্ত্রণে থাকবে।’
‘ফিজ উঁচু মানের বোলার তবে আমরা চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত’
বাংলাদেশের স্পিন আক্রমণে নেতৃত্বে থাকবেন সাকিব আল হাসান। তার সঙ্গে শেখ মেহেদী হাসানই আছেন এগিয়ে। প্রস্তুতি ম্যাচগুলোতে খরুচে বল করায় নাসুম আহমেদের একাদশে জায়গা পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। পেস আক্রমণে মোস্তাফিজুর রহমান আর তাসকিন আহমেদ থাকছেনই। তাদের সঙ্গে খেলবেন শরিফুল ইসলাম বা মোহাম্মদ সাইফ উদ্দিনের মধ্যে যেকোনো একজন।
ভারতের আয়োজনে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হচ্ছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিশ্বকাপের খেলা। অনলাইনে র্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/
আরও পড়ুন: বাংলাদেশকে ওমান-পিএনজির চেয়ে ওপরে দেখেন না স্কটল্যান্ড কোচ
মুশফিকের অফ ফর্মে চিন্তিত নয় অধিনায়ক
ভিন্ন কন্ডিশনে পরের পর্বে যাওয়া কঠিন হতো বাংলাদেশের: মমসেন
সারাবাংলা/এসএস
২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ টপ নিউজ টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ বনাম স্কটল্যান্ড মাহমুদউল্লাহ রিয়াদ