দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে মোস্তাফিজকে নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ
১৪ অক্টোবর ২০২১ ১২:২১ | আপডেট: ১৭ অক্টোবর ২০২১ ১৫:৩২
শ্রীলংকার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ৮টায় মাঠে নামার কথা ছিল। তবে হঠাৎ করেই পরিবর্তন আসে ম্যাচের সময়ের। বাংলাদেশ সময় দুপুর ১২টায় শুরু হয় ম্যাচটি। আবু ধাবিতে শেষ প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে মুখোমুখি লিটন দাসের দল।
বাংলাদেশ সময় দুপুর ১২টা থেকে শুরু হতে যাওয়া এ ম্যাচে টস হেরে আগে বল করবেন লিটনরা।
শ্রীলংকার বিপক্ষে আগের প্রস্তুতি ম্যাচে ব্যাটিং ভালো হয়নি বাংলাদেশের। ৭ উইকেটে ১৪৭ রান তোলার পর হারতে হয় ৪ উইকেটে।
এদিকেই পিঠের ব্যথা থেকে সেরে না ওঠায় দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও দলে নেই মাহমুদউল্লাহ রিয়াদ। তার বদলি হিসেবে অধিনায়কত্ব করছেন লিটন দাস।
আয়ারল্যান্ডের বিপক্ষে দলে ফিরেছেন মোস্তাফিজুর রহমান। এদিকে স্ট্যান্ডবাই ক্রিকেটার হিসেবে দলের সাথে থাকা পেসার রুবেল হোসেনকে একাদশে রেখেছে বাংলাদেশ। আগের প্রস্তুতি ম্যাচে বিশ্রামে থাকলেও এই ম্যাচে মাঠে নেমেছেন আইপিএল শেষ করে দলে যোগ দেয়া মুস্তাফিজুর রহমান।
সব মিলিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপের আগে ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা থেকেই যাচ্ছে বাংলাদেশের। আয়ারল্যান্ড অবশ্য নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে পাপুয়া নিউ গিনিকে উড়িয়ে দেয়। ৮ উইকেটে ৯৬ রানে পাপুয়া নিউ গিনিকে আটকে দিয়ে ২০ বল হাতে রেখে ৮ উইকেটের জয় তুলে নেয় আইরিশরা।
বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, নুরুল হাসান, শামীম পাটোয়ারি, মেহেদী হাসান, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
ভারতের আয়োজনে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হচ্ছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিশ্বকাপের খেলা। অনলাইনে র্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/
সারাবাংলা/এসএস
টস টি-টোয়েন্টি বিশ্বকাপ দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড