Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেসিদের বড় জয়ের দিনে কলম্বিয়ায় আটকেছে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক
১১ অক্টোবর ২০২১ ১২:৪৩ | আপডেট: ১২ অক্টোবর ২০২১ ০৮:২৪

দুর্দান্ত আর্জেন্টিনার সামনে পাত্তায় পেল না উরুগুয়ে। লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা এখন অবিশ্বাস্য ফর্মে। কোপা আমেরিকা জয়ের পর বিশ্বকাপ বাছাইপর্বেও দুর্দান্ত আর্জেন্টিনা। গোল করেছেন সঙ্গে গোলের ভিতও গড়ে দিয়েছেন। আর তাতে উরুগুয়েকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে লিওনেল স্কালোনির দল। এদিকে বিশ্বকাপ বাছাইপর্বে টানা ৯ ম্যাচ জয়ের পর কলম্বিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করেছে ব্রাজিল।

বিজ্ঞাপন

বুয়েনস আইরেসে সোমবার লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ৩-০ গোলে জিতেছে আর্জেন্টিনা। মেসি দলকে এগিয়ে নেওয়ার পর প্রথমার্ধেই ব্যবধান দ্বিগুণ করেন রদ্রিগো ডি পল। দ্বিতীয়ার্ধে জালের দেখা পান লটারো মার্টিনেজ। ২০১২ সালের পর এই প্রথম উরুগুয়ের জালে তিনবার বল পাঠাতে পারল আর্জেন্টিনা।

৩৮তম মিনিটে সৌভাগ্যের এক গোলে মেসি এগিয়ে নেন আর্জেন্টিনাকে। পায়ের বাইরের অংশ দিয়ে মেসির উঁচু করে বাড়ানো বলে পা ছোঁয়াতে পারেননি নিকোলাস গঞ্জালেজ। এগিয়ে এসে বলের নাগাল পাননি উরুগুয়ে গোলরক্ষকও। সবাইকে ফাঁকি দিয়ে বল জড়ায় জালে! আন্তর্জাতিক ফুটবলে এটি মেসির ৮০তম গোল।

৪৪তম মিনিটে স্কোর লাইন ২-০ করে ফেলেন ডি পল। মেসির বাড়ানো বল এক জনের গায়ে লাগলে পেয়ে যান লটারো মার্টিনেজ। তিনি ঠিক মতো শট নিতে পারেননি। কেউ ক্লিয়ার করার আগেই ছুটে গিয়ে আলগা বল জালে পাঠান ডি পল। দেশের হয়ে এটি তার দ্বিতীয় গোল। বিরতির পর গোলের জন্য মরিয়া হয়ে ওঠে উরুগুয়ে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে রক্ষণে মনোযোগ বাড়ায় আর্জেন্টিনা। প্রতি-আক্রমণে মাঝে মধ্যেই ভীতি ছড়ানো স্বাগতিকরা ৬২তম মিনিটে ব্যবধান আরও বাড়ায়।

মেসির বাড়ানো বল পেয়ে ডি বক্সে ক্রস করেন ডি পল। স্লাইড করেও নাগাল পাননি লো সেলসো। দূরের পোস্টে অরক্ষিত লটারো মার্টিনেজ বাকিটা সারেন অনায়াসে। কিছুই করার ছিল না মুসলেরার। ৬৮তম মিনিটে হোয়াকিন কোররেয়ার শট ঠেকিয়ে স্কোর লাইন ৪-০ হতে দেননি তিনি। ছয় মিনিট পর অরক্ষিত আনহেল দি মারিয়ার শট বেরিয়ে এসে ব্লক করেন মুসলেরা। শেষ পর্যন্ত ওই ৩-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

বিজ্ঞাপন

এদিকে কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিল যেন নিজেদের হারিয়ে খুঁজল। পুরো ম্যাচে স্রেফ কয়েক মুহূর্তে তাদের জ্বলে উঠতে দেখা গেল। তাতে মিলল না গোল। তুলনামূলক বেশি সুযোগ তৈরি করা কলম্বিয়াও ডেডলক ভাঙতে না পারায় ম্যাচ শেষ হলো সমতায়।

কলম্বিয়ার বারাংকিইয়ায় রোববার রাতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি গোলশূন্যভাবে শেষ হয়েছে। কাতারের টিকেট পাওয়ার লড়াইয়ে টানা ৯ জয়ের পর পয়েন্ট হারাল তিতের দল।

তিন দিন আগে ভেনেজুয়েলার বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়িয়ে ৩-১ গোলে জিতেছিল ব্রাজিল। সেদিন তিনটি গোলই তারা করেছিল ৭০ মিনিটের পর। এবারও শেষ ২০ মিনিটে মরিয়া হয়ে আক্রমণে জোর দেয় তারা। সুযোগ আসে; কিন্তু মেলেনি সাফল্য।

কলম্বিয়া অবশ্য দুই অর্ধেই আক্রমণে উঠেছে। ভালো কিছু সুযোগও পেয়েছে। বল দখলে অনেকটাই পিছিয়ে থাকা স্বাগতিকরা গোলের জন্য ১২টি শট নিয়ে চারটি লক্ষ্যে রাখতে পারে। আর ব্রাজিলের ৯ শটের চারটি ছিল লক্ষ্যে।

বাছাইয়ে এ পর্যন্ত ১০ ম্যাচ খেলে ৯ জয় ও এক ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল। ১০ ম্যাচে ছয় জয় ও চার ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে আর্জেন্টিনা। এক ম্যাচ বেশি খেলা কলম্বিয়া ১৫ পয়েন্ট নিয়ে আছে পাঁচ নম্বরে। ১৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে একুয়েডর। গোল ব্যবধানে পিছিয়ে চারে উরুগুয়ে।

দক্ষিণ আমেরিকা অঞ্চলের ১০ দলের এই প্রতিযোগিতায় সেরা চার দল সরাসরি খেলবে ২০২২ কাতার বিশ্বকাপের মূল পর্বে। পাঁচ নম্বর দলটি খেলবে আন্ত:মহাদেশীয় প্লে-অফ।

ভারতের আয়োজনে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হচ্ছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিশ্বকাপের খেলা। অনলাইনে র‍্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/

সারাবাংলা/এসএস

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে কলম্বিয়া বনাম ব্রাজিল বিশ্বকাপ বাছাইপর্ব লাতিন আমেরিকা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর