দুই ম্যাচ নিষিদ্ধ কোম্যান
২৫ সেপ্টেম্বর ২০২১ ১০:১৩
মাঠে এবং মাঠের বাইরে দুই জায়গাতেই বেশ ভুগছে বার্সেলোনা। মাঠের খেলায় চলতি মৌসুমে লা লিগার এখন পর্যন্ত পাঁচ ম্যাচের তিনটিতেই পয়েন্ট হারিয়েছে কাতালান ক্লাবটি। আর মাঠে বাইরে গুঞ্জন ক্লাবের প্রধান কোচ রোনাল্ড কোম্যানকে যেকোনো সময় করা হতে পারে বহিষ্কার। আর এমন সময়েই ডাগ আউটে মেজাজ হারিয়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন কোম্যান। সেই ঘটনার শাস্তি হিসেবেই দুই ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে তাকে। ফলে আগামী দুই ম্যাচ দলের সঙ্গে ডাগআউটে থাকতে পারবেন না কোম্যান।
২৩ সেপ্টেম্বর কাদিজের মাঠে গোলশূন্য ড্র করার ম্যাচের একদম শেষ মুহূর্তে ডাগ আউটে লাল কার্ড দেখেন কোমান। রাগে অগ্নিশর্মা ছিলেন এ ডাচ কোচ।
মূলত নিষেধাজ্ঞাটি বাড়তি এক ম্যাচের। কেননা লাল কার্ড দেখায় এমনিতেই এক ম্যাচ বাইরে থাকতে হতো কোম্যানকে। এর সঙ্গে স্প্যানিশ ফুটবল ফেডারেশন যোগ করেছে আরো এক ম্যাচ। চতুর্থ রেফারির সঙ্গে আক্রমণাত্মক ব্যবহারের কারণে এই শাস্তি আরোপিত হয় কোম্যানের ওপর।
ম্যাচের শেষ দিকে সার্জিও বুস্কেটসকে হলুদ কার্ড দেখানোয় মেজাজ হারিয়ে ফেলেন কোম্যান। রেফারির সিদ্ধান্তে চড়াও হয়ে প্রতিবাদ করেন তিনি। আর তাতেই লাল কার্ড দেখেন এই ডাচ কোচ।
ম্যাচ শেষে এসব বিষয়ে নিয়ে ক্ষোভপ্রকাশ করে কোম্যান বলেন, ‘তারা আমাকে আমার উত্তেজিত হওয়ার কারণে লাল কার্ড দেখায়নি। তারা আমাকে বের করেছে কারণ আমি রেফারিকে বলছিলাম যে মাঠে দুইটা বল চলে এসেছে, খেলা বন্ধ করা উচিত।’
কোম্যান আরও যোগ করেন, ‘এই দেশে (স্পেনে) তারা কিছু না করতেই আপনাকে (লাল কার্ড দেখিয়ে) বের করে দেয়। আমি জিজ্ঞেস করলাম কেনো? সে (রেফারি) বললো, এটিটিউড! এটিটিউড! যাই হোক আমরা এটি নিয়ে আর কথা বাড়াতে চাই না।’
এখন দুই ম্যাচ নিষিদ্ধ হওয়ায় দুইটি গুরুত্বপূর্ণ ম্যাচে কোচকে পাবে না বার্সেলোনা। রোববার রাতে ঘরের মাঠে লেভান্তে এবং পরের সপ্তাহে বর্তমান চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে কঠিন ম্যাচটি দর্শকসারিতে বসে দেখতে হবে বার্সা কোচকে।
সারাবাংলা/এসএস
দুই ম্যাচ নিষিদ্ধ নিষেধাজ্ঞা বার্সেলোনা কোচ রোনাল্ড কোম্যান লাল কার্ড