Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রথম রাউন্ড থেকেই রোমান সানার বিদায়


২৪ সেপ্টেম্বর ২০২১ ১৬:৩৪

বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে ছেলেদের রিকার্ভ এককের প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছেন দেশ সেরা আর্চার রোমান সানা। ইতালির ফেদেরিকো মুসোলেসির বিপক্ষে কাল ৬-০ ব্যবধানে হেরেছেন রোমান।

২০১৯ সালের বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতে দেশকে প্রথম বৈশ্বিক কোনো শিরোপা এনে দেওয়া রোমানের শুরুটাই ভালো হয়নি। র‌্যাংকিং রাউন্ডে বাজে স্কোর করেছিলেন। ফলে প্রথম রাউন্ডে কঠিন প্রতিপক্ষের মুখে পড়তে হয়েছিল বাংলাদেশি আর্চারকে। ইতালির ফেদেরিকো মুসোলেসির বিপক্ষে সেই লড়াই জয় করতে পারেননি রোমান।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের ইয়াঙ্কটন শহরে অনুষ্ঠানরত বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে প্রথম সেটে ২৫-২৭ পয়েন্টে হারেন বাংলাদেশি আর্চার। দ্বিতীয় সেট হারেন ২৮-২৬ ব্যবধানে। তৃতীয় ও শেষ সেট হেরেছেন ২৯-২৬ ব্যবধানে।

এই ইভেন্টে বাংলাদেশের হয়ে সবচেয়ে ভালো করেছেন হাকিম আহমেদ রুবেল। প্রথম রাউন্ড, দ্বিতীয় রাউন্ড জিতে তৃতীয় রাউন্ডে হেরেছেন রুবেল। প্রথম রাউন্ডে চেক প্রজাতন্ত্রের মাইকেল হাওলেককে ৬-৪ সেটে, দ্বিতীয় রাউন্ডে চিলির সোটো রিকার্ডোকে ৭-৩ সেটে হারিয়ে তৃতীয় রাউন্ডে নেদারল্যান্ডসের উইলার স্টিভের বিপক্ষে ৪-৬ সেটে হেরেছেন রুবেল।

অপর আর্চার রামকৃষ্ণ সাহা প্রথম রাউন্ডে পর্তুগালের লুইস গনকালভেসের বিপক্ষে ৬-২ সেটে জিতলেও দ্বিতীয় রাউন্ডে মেক্সিকোর লুইস আলভারেজের কাছে হেরেছেন ৪-৬ ব্যবধানে।

বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপ রোমান সানা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর