Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিসিবি নির্বাচনের ভোটার তালিকা চূড়ান্ত [তালিকাসহ]

স্পোর্টস ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২১ ০৮:৪৫ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২১ ১৬:০০

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচলনা পরিষদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে বিসিবি। আগামী ৬ অক্টোবর এই নির্বাচনে ভোটগ্রহণ হবে।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) ১৭১ জন কাউন্সিলরের এই চূড়ান্ত তালিকা প্রকাশ করে গণমাধ্যমে পাঠিয়েছে বিসিবি। এর আগে, বুধবার ১৭১ জন কাউন্সিলর রেখেই ভোটার তালিকার খসড়া প্রকাশ করা হয়েছিল।

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী তিন শ্রেণি থেকে ১৭৪ জন কাউন্সিল হওয়ার কথা। ঢাকা বিশ্ববিদ্যালয়, বরিশাল শিক্ষা বোর্ড ও অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব থেকে কাউন্সিলরের নাম দেওয়া হয়নি। এ কারণে তাদের প্রতিনিধি না রেখেই ১৭১ জন কাউন্সিলরের তালিকা চূড়ান্ত করা হয়েছে।

বিসিবি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকাটি দেখুন এখানে—

বিসিবি নির্বাচনের তফসিল অনুযায়ী, আগামী ৬ অক্টোবর মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামের বোর্ড রুমে হবে এই নির্বাচন। নির্বাচনে অংশ নিতে আগ্রহীদের মধ্যে মনোনয়নপত্র বিতরণ করা হবে আগামী ২৪ ও ২৫ সেপ্টেম্বর। মিরপুরের বিসিবি কার্যালয় থেকে ১০ হাজার টাকায় পাওয়া যাবে মনোনয়নপত্র। ২৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। বাছাই শেষে পরের দিন তালিকা প্রকাশ করা হবে।

তফসিলে বলা হয়েছে, ৩০ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করার সুযোগ থাকবে বাছাইয়ে বৈধ প্রার্থীদের জন্য। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ওই দিন দুপুর ২টায়।

সারাবাংলা/টিআর

বিসিবি নির্বাচন বিসিবি পরিচালনা পর্ষদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর