Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কিংসলেকে নিয়ে সাফের দল ঘোষণা বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২১ ১৪:২৯ | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২১ ১৫:২৩

আসন্ন সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের জন্য ২৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন সদ্যই জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব নেওয়া অস্কার ব্রুজন। সাফের এই দলে ডাক পেয়েছেন গত জুনে বাংলাদেশের নাগরিকত্ব পাওয়া এলিটা কিংসলে।

২৬ জনের এই দলে সর্বোচ্চ ১০ জন খেলোয়াড় ডাক পেয়েছেন বসুন্ধরা কিংস থেকে। এরপর দ্বিতীয় সর্বোচ্চ ৫ জন আছেন আবাহনী লিমিটেড থেকে। এছাড়া সাইফ স্পোর্টিং ক্লাবের চার, চট্টগ্রাম আবাহনীর দুইজন আর শেখ জামাল ধানমণ্ডি ক্লাব, মোহামেডান স্পোর্টিং ক্লাব, শেখ রাসেল ক্রীড়া চক্র, মুক্তিযোদ্ধা এসকেসি ও উত্তর বারিধারার ক্লাবের একজন করে ফুটবলার সুযোগ পেয়েছেন। সাফের জন্য ২৩ জনের চূড়ান্ত দল ঘোষণা করা হবে।

বিজ্ঞাপন

এই প্রথমবারের মতো অন্য দেশের ফুটবলারকে নাগরিকত্ব দিয়ে জাতীয় দলে ডাকল বাংলাদেশ। তিনি খেলবেন কিনা, সেটি অবশ্য নিশ্চিত হবে এএফসির ছাড়পত্রের ওপর। আপাতত অনুশীলন ক্যাম্পে রাখা হয়েছে এলিটা কিংসলেকে।

২০১১ সালে আরামবাগ ক্রীড়া সংঘের হয়ে বাংলাদেশের ঘরোয়া ফুটবল শুরু করেন কিংসলে। এই দেশেরই মেয়েকে বিয়ে করেছেন নাইজেরিয়ান স্ট্রাইকার। গত মার্চে বাংলাদেশের নাগরিকত্ব সনদ পেলেপ জুনে হাতে পান ১০ বছর মেয়াদি বাংলাদেশি ই-পাসপোর্ট। তাতে করে বসুন্ধরা কিংসের এই তারকা এখন বাংলাদেশি হিসেবে জাতীয় দলে খেলার সুযোগ পেলেন।

এদিকে জাতীয় দলের ব্যর্থতায় গত শুক্রবার (১৭ সেপ্টেম্বর) জেমি ডে’র পরিবর্তে বসুন্ধরা কিংসের শিরোপা জয়ী কোচ অস্কার ব্রুজনকে অন্তর্বর্তীকালিন দায়িত্ব দেয় বাফুফে। ক্লাবের চারটি লিগ ম্যাচ বাকি থাকায় আনুষ্ঠানিকভাবে জাতীয় দলের দায়িত্ব নিতে পারেননি স্প্যানিশ কোচ। বুধবার দায়িত্ব নিয়েই দল ঘোষণা করলেন তিনি।

বিজ্ঞাপন

আগামী ১ থেকে ১৬ অক্টোবর মালদ্বীপে অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপ। প্রথম দিনেই শ্রীলংকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ৪, ৭ ও ১৩ অক্টোবর যথাক্রমে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, মালদ্বীপ ও নেপাল। রাউন্ড রবিন লিগ ভিত্তিতে পয়েন্ট টেবিলের শীর্ষ দুটি ফাইনাল খেলবে ১৬ অক্টোবর।

বাংলাদেশের ২৬ সদস্যের প্রাথমিক দল:

গোলরক্ষক: আনিসুর রহমান জিকো, আশরাফুল ইসলাম ও শহীদুল আলম।

রক্ষণভাগ: তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, রিয়াদুল হাসান, রহমত মিয়া, ইয়াসিন আরাফাত, মেহেদী হাসান, তারিক রায়হান , রেজাউল করিম , টুটুল হোসেন বাদশা ও মোহাম্মদ আতিকুজ্জামান।

মধ্যমাঠ: বিপলু আহমেদ, সোহেল রানা, জামাল ভূঁইয়া, মানিক হোসেন মোল্লা, রাকিব হোসেন ও আতিকুর রহমান ফাহাদ।

আক্রমণভাগ: মাহবুবুর রহমান সুফিল, মতিন মিয়া, সাদ উদ্দিন, সুমন রেজা, মোহাম্মদ ইব্রাহিম , জুয়েল রানা এবং এলিটা কিংসলি

সারাবাংলা/এসএস

২৬ সদস্যের দল ঘোষণা অস্কার ব্রুজন এলিটা কিংসলে টপ নিউজ বাফুফে বাংলাদেশ দল বাংলাদেশ ফুটবল ফেডারেশন সাফ গেমস

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর