Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যে কারণে শামীম আছেন, মোসাদ্দেক নেই


৯ সেপ্টেম্বর ২০২১ ১৬:০৮

তরুণ শামীম হোসেন পাটোয়ারী নিজেকের ভাগ্যবান ভাবতেই পারেন! মাত্র ৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেই টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা পেলেন তরুণ ক্রিকেটার। সে হিসেবে অভিজ্ঞ মোসাদ্দেক হোসেন সৈকত নিজেকে হয়তো ‘দুর্ভাগা’ ভাবছেন! বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা হয়নি মোসাদ্দেকের।

জাতীয় দলে দুই তরুণ ক্রিকেটারের ভূমিকা প্রায় একই। দুজনের মিডল অর্ডারে ব্যাটিং করেন, পাশাপাশি অফস্পিনে অবদান রাখেন। দুজনের মধ্য থেকে একজনকে বেছে নিতে গিয়েই হয়তো মোসাদ্দেককে দলে রাখতে পারেননি নির্বাচকরা।

বিজ্ঞাপন

অভিজ্ঞ মোসাদ্দেক হোসেন অনেকদিন ধরেই বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াডে নিয়মিত মুখ। নিউজিল্যান্ড সফরে এক ম্যাচ খেলা মোসাদ্দেক জিম্বাবুয়ে সিরিজে খেলেছিলেন দুই ম্যাচ। গত অস্ট্রেলিয়া সিরিজের শেষ ম্যাচে মাঠে নেমেছিলেন। ব্যাট হাতে অবশ্য সেভাবে রান পাচ্ছিলেন না।

রানের মধ্যে ছিলেন না তরুণ শামীমও। গত জিম্বাবুয়ে সিরিজে অভিষেক হওয়া শামীম জিম্বাবুয়েতে পরপর দুই ম্যাচে দারুণ দুটি কার্যকরী ইনিংস খেলেন। তবে অস্ট্রেলিয়া সিরিজে টানা চার ম্যাচ খেলে বড় রান পাননি একটিতেও। চলতি নিউজিল্যান্ড সিরিজের প্রথম চার ম্যাচে মাঠে নামার সুযোগ পাননি শামীম, মোসাদ্দেক কেউই। তবু দ্রুত রান তোলার সামর্থের কারণেই হয়তো মোসাদ্দেকের জায়গায় শামীমকে বিবেচনা করা হয়েছে।

বয়সভিত্তিক ক্রিকেট থেকেই মারকাটারি ব্যাটিংয়ের জন্য আলোচিত শামীম। ঘরোয়া ক্রিকেটেও বারবার দ্রুত রান তোলার সামর্থ দেখিয়েছেন। অস্ট্রেলিয়া সিরিজে রান না পেলেও এবং চলতি নিউজিল্যান্ড সিরিজে সুযোগ না পেলেও জিম্বাবুয়েতে খেলা দুটি ইনিংস ছিল দুর্দান্ত। আজ বিশ্বকাপ দল ঘোষণার পর প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর কথাতেও সেসব ফুটে উঠল।

বিজ্ঞাপন

নান্নু বলছিলেন, ‘জিম্বাবুয়ে সিরিজ থেকে সে (শামীম) আছে। সে অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার, এইচপির হয়ে তার যথেষ্ট নার্সিং হয়েছে। আমরা আত্মবিশ্বাসী, স্টাইলে খেলে তাতে টি-টোয়েন্টি ফরম্যাটে যথেষ্ট ভালো খেলবে সে।’

অভিজ্ঞ মোসাদ্দেকের সুযোগ না পাওয়ার বিষয়ে টিম কম্বিনেশনের কথা বলেছেন প্রধান নির্বাচক, ‘যে ১৫ জনকে আমরা নিয়েছি এদেরকে নিয়ে আমরা যথেষ্ট আলোচনা করেছি এবং ঘরের মাঠে যে পরিকল্পায় খেলা হচ্ছে এর বাইরে ওমানে গিয়ে আমরা যে পরিকল্পনায় খেলবো সেই কথা মাথায় রেখে এই ১৫ জনকে সিলেক্ট করেছি। আমরা দু’ভাবে দল দিয়েছি, একটা ফাস্ট বোলার এবং একটা স্পিনার। এর বাইরে আমাদের আরো ১৩ জন ক্রিকেটার কিন্তু স্ট্যান্ডবাই আছে। তো যাকে যখন দরকার হবে, কেউ ইনজুরি হতে পারে তখন ওই খান থেকে পরিবর্তন করা হবে।’

বাংলাদেশের বিশ্বকাপ দল: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান, লিটন কুমার দাস, সৌম্য সরকার, নুরুল হাসান সোহান, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ নাঈম শেখ, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, শামীম হোসেন পাটোয়ারী, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

রিজার্ভ: রুবেল হোসেন ও আমিনুল ইসলাম বিপ্লব।

বাংলাদেশের বিশ্বকাপ দল মিনহাজুল আবেদিন নান্নু মোসাদ্দেক হোসেন সৈকত শামীম হোসেন পাটোয়ারী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর