Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টি-টোয়েন্টি বোলার র‍্যাংকিংয়ে সেরা দশে সাকিব

স্পোর্টস ডেস্ক
৮ সেপ্টেম্বর ২০২১ ১৪:৫৭ | আপডেট: ৮ সেপ্টেম্বর ২০২১ ১৫:১৬

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে সিরিজ জয়ে সবচেয়ে বড় ভূমিকা রাখার কারণে পেয়েছিলেন সিরিজ সেরার পুরস্কার। এবার নিউজিল্যান্ডের বিপক্ষেও ঘরের মাঠের প্রথম তিন ম্যাচে বল হাতে দুর্দান্ত ছিলেন সাকিব। বিশ্বসেরা অলরাউন্ডারের বল হাতে উজ্জ্বল পারফরফম্যান্সের পুরস্কার মিলল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের সেরা দশে।

আইসিসি’র টি-টোয়েন্টির বোলারদের র‍্যাংকিংয়ে দুই বছর পর সেরা দশে ফিরলেন বাংলাদেশের বিশ্বসেরা এই এই অলরাউন্ডার। গত এক সপ্তাহে হওয়া আন্তর্জাতিক ম্যাচগুলোর পারফরম্যান্সের ওপর ভিত্তি করে বুধবার আইসিসি’র টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের হালনাগাদ প্রকাশ করেছে। সেখানেই দেখা মেলে সাকিব আল হাসান উঠে বসেছেন ৯ নম্বরে।

বিজ্ঞাপন

এই তালিকায় বড় লাফ দিয়েছেন শেখ মেহেদি হাসান। ৬৭ ধাপ এগিয়েছেন এই স্পিনার।

নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিনটিতে চারটি উইকেট নিয়েছেন সাকিব। তবে উইকেটের নেওয়ার চেয়ে রান চেপে রাখার কাজটা আরও বেশি করেছেন সাকিব। প্রথম ম্যাচে চার ওভারে মাত্র ১০ রান দিয়ে নিয়েছেন দুটি উইকেট। সে ম্যাচে মোট ২৪টি বলের মধ্যে ১৫টিই ডট বল করেছিলেন সাকিব। পরের ম্যাচে ৪ ওভারে কিছুটা খরুচে থাকলেও নিয়েছিলেন গুরুত্বপূর্ণ দুটি উইকেট। ওই ম্যাচে সাকিব দিয়েছিলেন ২৯ রান।

আর তৃতীয় টি-টোয়েন্টিতে ৪ ওভারে ২৪ রান দিয়ে সাকিব ছিলেন উইকেটশূন্য। তবে প্রথম তিন ম্যাচে দুর্দান্ত পারফরম করা সাকিব ঠিকই লাফিয়ে উঠে এসেছেন র‍্যাংকিংয়ের ৯ নম্বরে।

বাংলাদেশি বোলারদের মধ্যে দশ নম্বরে আছেন মোস্তাফিজুর রহমান।

বিজ্ঞাপন

আইসিসি’র সবশেষ প্রকাশিত টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বাংলাদেশি বোলাররদের মধ্যে ৯ নম্বরে আছেন সাকিব, ১০-এ আসছেন মোস্তাফিজ, এরপর শেখ মেহেদি ২৪, সাইফউদ্দিন ৩৪; নাসুম ৪০ এবং শরিফুল ৯০-এ।

এদিকে ব্যাটারদের র‍্যাংকিংয়ে সবার ওপরে আছেন মোহাম্মদ নাঈম শেখ ২৭ নম্বরে। এরপর রিয়াদ ৩৩, সাকিব ৫২; লিটন ৫৫; সৌম্য ৫৬ এবং তামিম ৯৩ নম্বরে অবস্থান করছেন।

অলরাউন্ডারদের র‍্যাংকিংয়ে যথারীতি শীর্ষে আছেন সাকিব আল হাসান। তারপরে আছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী, তিনে স্কটল্যান্ডের রিচার্ড বেরিংটন। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে এই র‍্যাংকিংয়ে ১৪ নম্বরে আছেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

সারাবাংলা/এসএস

টপ নিউজ টি-টোয়েন্টি র‍্যাংকিং বোলারদের র‍্যাংকিং সাকিব আল হাসান সেরা দশে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর