Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিষিদ্ধ আরামবাগ ক্রীড়া সংঘ


২৯ আগস্ট ২০২১ ২২:৩২

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে অনলাইন বেটিং, স্পট ফিক্সিংসহ ম্যাচ পাতানোর অভিযোগ প্রমাণিত হয়েছে আরামবাগ ক্রীড়া সংঘের বিরুদ্ধে। যাতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) শৃঙ্খলা কমিটি প্রিমিয়ার লিগে দুই মৌসুমের জন্য নিষিদ্ধ করেছে ক্লাবটিকে। একধাপ নিচে নামিয়ে দেওয়া হয়েছে আরামবাগকে। এছাড়া অনলাইন বেটিং কাণ্ডে জড়িত ক্লাবটির দেশি-বিদেশি ১৩জন ফুটবলার ও কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ করা হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (২৯ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে শাস্তির কথা জানায় বাফুফে। পাঁচ লাখ টাকা অর্থ জরিমানাও করা হয়েছে ক্লাবটিকে। চলতি প্রিমিয়ার লিগে লাইভ বেটিং, ম্যাচ ফিক্সিং, ম্যাচ ম্যানিপুলেশন ও অলনাইন বেটিংয়ের অভিযোগ উঠেছিল আরামবাগের বিপক্ষে। পরে বিষয়টি নিয়ে বাফুফেকে ‘অধিকতর তদন্তের’ নির্দেশনা দিয়েছিল এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।

চলতি লিগের পয়েন্ট টেবিলে তলানিতে থাকা আরামবাগ আগেই অবনমিত হয়েছে। তবে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের পরের আসরে খেলে শীর্ষ লিগে ফেরার সুযোগ ছিল তাদের। কিন্তু আগামী দুই বছর সেই সুযোগ আর থাকল না ক্লাবটির। চ্যাম্পিয়নশিপ লিগে খেলার সুযোগই পাবে না আরামবাগ। প্রথম বিভাগ ফুটবলে নামিয়ে দেওয়া হয়েছে তাদের।

আরামবাগের বিরুদ্ধে বাফুফের শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত

৫ লাখ টাকা আর্থিক জরিমানা। আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে বাফুফের ব্যাংক হিসাবে এই টাকা জমা দিতে হবে।

ক্লাবের সাবেক সভাপতি ও প্রধান পৃষ্ঠপোষক এম স্পোর্টসের প্রধান স্বত্বাধিকারী মিনহাজুল ইসলাম ও, সাবেক দলীয় ম্যানেজার গওহর জাহাঙ্গীর রুশো, সাবেক ভারতীয় ফিটনেস ট্রেনার মাইদুল ইসলাম, সাবেক সহকারী দলীয় ম্যানেজার আরিফ হোসেনকে ফুটবল থেকে আজীবন নিষিদ্ধ করা হয়েছে।

ক্লাবের সাবেক ভারতীয় ফিজিও সঞ্জয় বোস, ভারতীয় গেম অ্যানালিস্ট আজিজুল শেখকে ফুটবলীয় কার্যকলাপ হতে ১০ বছর নিষিদ্ধ।

ক্লাবের সাবেক গোলকিপার আপেল মাহমুদকে ৫ বছর নিষিদ্ধ করা হয়েছে।

সাবেক খেলোয়াড় আবুল কাশেম মিলন, আল আমিন, মোহাম্মদ: রকি, জাহিদ হোসেন, কাজী রাহাদ মিয়া, মোস্তাফিজুর রহমান সৈকত, শামীম রেজা, ব্রাডি স্মিথকে (অস্ট্রেলিয়া) ৩ বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সাবেক নাইজেরিয়ান খেলোয়াড় ক্রিস্টোফার চিজোবা, ওমর ফারুক রাকিবুল ইসলাম মেহেদী হাসান ফাহাদ, মিরাজ মোল্লা দুই বছর নিষিদ্ধ করা হয়েছে।

আরামবাগ ক্রীড়া সংঘ বাফুফে বাংলাদেশ ফুটবল ফেডারেশন স্পট ফিক্সিং

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর