লক্ষ্য এবার হোয়াইটওয়াশ
৭ আগস্ট ২০২১ ১২:৪৯ | আপডেট: ৭ আগস্ট ২০২১ ১৪:২৩
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসার আগে হয়তো অস্ট্রেলিয়া ভেবেছিল বেশ সহজেই সিরিজ জয় করেই ফিরবে দল। কিন্তু ঢাকায় এসে পাল্টে গেল সব হিসেব নিকেষ। সিরিজ জয় তো দূরের কথা, বাংলাদেশের কাছে দুই ম্যাচ বাকি থাকতেই সিরিজ হেরে বসে আছে অজিরা। আর তাতেই বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের ভাবনায় হোয়াইটওয়াশ করার গৌরব অর্জনের।
মোস্তাফিজ, শরিফুল, সাকিব, নাসুম, মেহেদিদের পেস আর ঘূর্ণিতে রীতিমত খাবি খাচ্ছে অস্ট্রেলিয়ার ব্যাটার ইউনিট। এক মিচেল মার্শ ছাড়া উইকেটে টিকতে পারছেন না কেউই। এতেই তৃতীয় টি-টোয়েন্টিতে মাত্র ১২৮ রানের জয়ের লক্ষ্যও ছুঁতে পারেনি অজিরা, থেমেছে মাত্র ১১৭ রানে। এর আগে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ জিতেছিল ৫ উইকেটের ব্যবধানে আর প্রথম ম্যাচে জয় এসেছিল ২৩ রানের।
পড়ুন—
দুই ম্যাচ হাতে রেখেই অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়
রান না করে, উইকেট না নিয়েও সেরা মোস্তাফিজ
হ্যাটট্রিক নায়ক এলিসের আশা সিরিজ ৩-২ করা
অজিদের চাপে ফেলার ছক এঁকেছিলেন সাকিব
বাংলাদেশ ৩-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেই নজর দিয়েছে হোয়াইটওয়াশের দিকে! ম্যাচের বাকি দুটি, আজ শনিবার চতুর্থ ম্যাচ জিতলেই হোয়াইটওয়াশের মিশনে এগিয়ে যাবে লাল-সবুজ জার্সিধারীরা। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ছয়টায়। দর্শকদের বহু কাঙ্ক্ষিত ও আলোচিত এ সিরিজের প্রত্যেকটি ম্যাচ বাংলাদেশের ভেতর লাইভ দেখতে Rabbitholebd Sports Youtube Channel -এ সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবের জন্য ক্লিক করুন এই লিংকে র্যাবিটহোলবিডি স্পোর্টস।
সিরিজে জয়ের উৎসবের রাতে মাহমুদউল্লাহও জানিয়ে দিলেন তারা এখানেই থামতে চান না। আজকের ম্যাচ ঘিরে নিজেদের পরিকল্পনার কথা বলতে গিয়ে তিনি বলেছেন, ‘আমরা ৩-০ তে এগিয়ে আছি, সিরিজ জিতেছি। আমাদের কাজ শেষ হয়নি। আমাদের জন্য সুযোগ কালকের ম্যাচটাও জেতার। আমরা সেইদিকেই তাকিয়ে আছি।’
তবে টানা তিন ম্যাচে ওপেনিং জুটির ব্যর্থতার পরও বিপদে পড়তে হয়নি স্বাগতিক দলকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাকি দুই ম্যাচে ব্যাটিংয়ে উন্নতি চান মাহমুদউল্লাহ। তিনি মনে করেন ব্যাটাররা স্কোরবোর্ডে আরও কিছু রান যোগ করতে পারলে, বোলারদের জন্যই কাজটা সহজ হবে।
এদিকে সিরিজ হারিয়ে ফেলা অস্ট্রেলিয়া এখনো আশাবাদী জয়ের ধারায় ফিরতে পারবে তার দল। হতাশ অস্ট্রেলিয়ার অধিনায়ক ম্যাথু ওয়েড বললেন, ‘ম্যাচে আমাদের জন্য লক্ষ্যটা সহজই ছিলো। কিন্তু আমরা পারিনি। ম্যাচ জিততে গেলে আমাদের ব্যাটিংটা ভালো করতে হবে। আমরা সেদিকেই তাকিয়ে আছি।’
পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি শনিবার, খেলা শুরু সন্ধ্যা ৬টায়। প্রথম তিন ম্যাচের মতো বাকি ম্যাচগুলোও মাঠে গড়াবে সন্ধ্যা ৬টায়। দর্শকদের বহু কাঙ্ক্ষিত ও আলোচিত এ সিরিজের প্রত্যেকটি ম্যাচ বাংলাদেশের ভেতর লাইভ দেখতে Rabbitholebd Sports Youtube Channel -এ সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবের জন্য ক্লিক করুন এই লিংকে র্যাবিটহোলবিডি স্পোর্টস।
সারাবাংলা/এসএস
টপ নিউজ টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া মাহমুদউল্লাহ রিয়াদ ম্যাথু ওয়েড হোয়াইটওয়াশ হোয়াইটওয়াশের লক্ষ্য