Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিদায় বেলায় মাহমুদউল্লাহকে নিয়ে সতীর্থদের স্মৃতিচারণ


১২ জুলাই ২০২১ ১৩:৩৮ | আপডেট: ১২ জুলাই ২০২১ ১৫:০৬

প্রায় ১৭ মাস পর ঘটনাচক্রে টেস্ট দলে জায়গা পেয়েই বিপদের মুখে অপরাজিত ১৫০ রানের দুর্দান্ত একটা ইনিংস খেলেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। এখানে থেকে টেস্ট ক্যারিয়ারটার বাঁক ঘুরে যেতে পারত। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণাই দিয়ে দিলেন অভিজ্ঞ অলরাউন্ডার।

অনেকে আন্দাজই করতে পারেনি যে এমন এক পারফরম্যান্সের পর এতো বড় একটা সিদ্ধান্ত নিবেন। বোর্ডের কেউ বা টিম ম্যানেজমেন্টের কাউকে কিছু জানাননি। সতীর্থদের জানিয়েছেন হারারে টেস্টের তৃতীয় দিন। টেস্টের পঞ্চম দিনে মাহমুদউল্লাহকে গার্ড অব অনার দিয়ে অবসরের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশি ক্রিকেটাররা।

বিজ্ঞাপন

পরে সামাজিক যোগাযোগ মাধ্যমেও মাহমুদউল্লাহর অবসর নিয়ে লিখেছেন সতীর্থরা, করেছেন স্মৃতিচারণ। ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল অর্জনের জন্য ধন্যবাদ জানিয়ে রঙিন পোশাকের ক্রিকেটে মাহমুদউল্লাহকে আরও অনেকদিন পাওয়ার প্রত্যাশা করেছেন, ‘লাল বলের ক্রিকেটে আপনি (বাংলাদেশকে) যেভাবে সেবা দিয়ে গেছেন, সেটার জন্য আপনাকে অনেক ধন্যবাদ মাহমুদউল্লাহ রিয়াদ ভাই। সীমিত ওভার ক্রিকেটে আপনার সঙ্গে ড্রেসিংরুমে দারুণ কিছু সময় কাটানোর অপেক্ষায় আছি।’

টেস্ট অধিনায়ক মুমিনুল হক লিখেছেন, মাহমুদউল্লাহকে টেস্টে সতীর্থ হিসেবে পাওয়াটা ছিল সম্মানের, ’রিয়াদ (মাহমুদউল্লাহর ডাকনাম) ভাই, আপনার সঙ্গে এই পথ চলতে পারা আমার জন্য ছিল দারুণ সম্মানের। আপনার অবদান আর ভালোবাসার জন্য আপনাকে ধন্যবাদ।’

পেসার রুবেল হোসেন কিছুটা আবেগীই হলেন হয়তো। দুজনের টেস্ট অভিষেক হয়েছিল যে একই দিনে। রুবেলও মাহমুদউল্লাহকে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে দীর্ঘদিন পাওয়ার আশা করেছেন, ‘রিয়াদ ভাই সব সময় আমার কাছে বড় অনুপ্রেরণা। আমাদের একসঙ্গে টেস্ট অভিষেক হয়েছিল। ভবিষ্যতে আর একসঙ্গে সাদা জার্সিতে খেলা হবে না ভেবে খারাপ লাগছে। তবে আশা করছি ওয়ানডে এবং টি-টোয়েন্টি ক্রিকেটে আরও দীর্ঘ সময় তাঁকে পাব ইনশাআল্লাহ্‌।’

বিজ্ঞাপন

মেহেদি হাসান মিরাজ লিখেছেন, মাহমুদউল্লাহর টেস্ট থেকে অবসর নেওয়াটা তার জন্য কষ্টের, ‘অসাধারণ একজন ক্রীড়াব্যক্তিত্ব যাঁর চেতনা দারুণ। আপনি টেস্ট ক্যাপ ছেড়ে দিচ্ছেন, এটা বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে। খেলোয়াড়, সমর্থক আর ক্রিকেটের এই সংস্করণটাই আপনাকে মিস করবে। আপনার কাছ থেকে অনেক কিছু শিখেছি, আরও অনেক কিছু শেখার জন্য উন্মুখ হয়ে আছি। প্রার্থনা করি, আপনি যে নতুন চ্যালেঞ্জই নিন না কেন, সেটা যাতে অনেক উপভোগ করতে পারেন, মাহমুদউল্লাহ রিয়াদ ভাই।’

অনেকদিন জাতীয় দলের বাইরে থাকা ওপেনার ইমরুল কায়েস লিখেছেন, টেস্ট ক্রিকেট মিস করবে মাহমুদউল্লাহকে, ‘আমার একজন কাছের মানুষ, বন্ধু, বড় ভাই যাঁকে আমি সব সময় শ্রদ্ধা করি তিনি হলেন মাহমুদউল্লাহ রিয়াদ। তাঁর সিদ্ধান্তকে আমি সব সময় সম্মান করি। আশা করি তাঁর বাকি ক্যারিয়ারটা সফল হোক। টেস্ট ক্রিকেট আপনাকে মিস করবে।’

তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম অবশ্য অবসর প্রসঙ্গে কোনো কথা লিখেননি। হারারেতে মাহমুদউল্লাহর ১৫০ রানের ইনিংস নিয়ে লিখেছেন তিনি, ‘নিজের ৫০তম টেস্টে আপনার ম্যাচ জেতানো পারফরম্যান্স আর ম্যাচসেরা হওয়ার জন্য আপনাকে অনেক অভিনন্দন রিয়াদ ভাই। মাশা আল্লাহ! দারুণ জয় পেয়েছি আজকে। মিরাজ, শান্ত (নাজমুল), লিটন, তাসকিন, শাদমানের মতো আমাদের তরুণ ক্রিকেটাররাও ক্রিকেটের দারুণ প্রদর্শনী রেখেছে। সামনের দিনে এ রকম আরও দেখবেন।’

তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট মাহমুদউল্লাহ মুশফিকুর রহিম

বিজ্ঞাপন

রিয়েলি এবার রিয়েলিই খুশি
১০ জানুয়ারি ২০২৫ ১০:০০

আরো

সম্পর্কিত খবর