Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বড় তারকাদের রেখে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া


১৬ জুন ২০২১ ১৩:৫৩ | আপডেট: ১৬ জুন ২০২১ ১৪:০৯

আসন্ন বাংলাদেশ সফরের জন্য দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। ১৮ সদস্যের এই দলে নেই বড় তারকাদের অনেককেই। স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, প্যাট কামিন্স, গ্লেন ম্যাক্সওয়েলরা নেই অস্ট্রেলিয়ার দলে। তারকা বলতে দলে আছেন কেবল অধিনায়ক অ্যারন ফিঞ্চ ও পেসার মিসেল স্টার্ক।

স্মিথ কনুইয়ের চোটের কারণে আসতে পারছেন না। বাকিরা ব্যক্তিগত কারণ দেখিয়ে সিরিজ থেকে ছুটি নিয়েছেন। এ বিষয়ে অস্ট্রেলিয়ার নির্বাচক ট্রেভর হানস বলেন, ‘স্বাভাবিকভাবেই কিছুটা হতাশ যে এমন সব খেলোয়াড়দের ছাড়াই সফর দুটিতে যেতে হবে আমাদের। তবে আমরা খেলোয়াড়দের সিদ্ধান্ত কে সম্মান জানাই। করোনার এই সময় যেকোনো সফর স্বাভাবিকভাবেই খেলোয়াড়দের ওপর বাড়তি চ্যালেঞ্জ হয়ে আসে।’

বিজ্ঞাপন

তবে সিনিয়রদের সড়ে দাঁড়ানোটা বিশ্বকাপের আগে তরুণদের বড় সুযোগ হিসেবেও দেখছেন তিনি, ‘এটা নতুনদের জন্য বড় সুযোগও। এই সফরে ভালো খেলে তারাও বছরের শেষে টি–টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলীয় দলে আসার যোগ্যতা প্রমাণ করতে পারে।’

সবকিছু ঠিক থাকলে আগস্টের শুরু থেকে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়া দল: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যাশটন অ্যাগার, ওয়েস অ্যাগার, জ্যাসন বেহরেনডর্ফ, অ্যালেক্স ক্যারি, ড্যান ক্রিস্টিয়ান, জশ হ্যাজলউড, মইসিস হেনরিকস, মিচেল মার্শ, বেন ম্যাকডারমট, রিলে মেরেডিথ, জশ ফিলিপস, মিচেল স্টার্ক, মিচেল সুয়েপসন, অ্যাশটন টার্নার, অ্যান্ড্রু টাই, ম্যাথু ওয়েড, অ্যাডাম জাম্পা।

রিজার্ভ: নাথান ইলিস ও তানভীর সাংঘা

টপ নিউজ বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ স্টিভ স্মিথ

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর