Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভেনেজুয়েলাকে হারিয়ে কোপার উদ্বোধনী রাঙাল ব্রাজিল

স্পোর্টস ডেস্ক
১৪ জুন ২০২১ ০৪:৫৫ | আপডেট: ১৪ জুন ২০২১ ১১:৩৬

নানান জল্পনা কল্পনার অবসান অবশেষে ঘটল। সব বাধা বিপত্তিকে পাশ কাটিয়ে অবশেষে মাঠে গড়াল কোপা আমেরিকার আসর। এস্তাদিও ন্যাশনালে ভেনেজুয়লার বিপক্ষের ম্যাচ দিয়ে কোপা আমেরিকার উদ্বোধন হয়। আর উদ্বোধনী ম্যাচেই স্বাগতিক ব্রাজিল ৩-০ গোলের ব্যবধানে জিতেছে ভেনেজুয়েলার বিপক্ষে।

ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত পারফরম্যান্স দেখাতে থাকে ব্রাজিল। একের পর এক আক্রমণের পসরা সাজিয়ে বসা সেলেসাওদের প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হয় ম্যাচের ২৩ মিনিট পর্যন্ত। মার্কুইনেসের গোলে প্রথমে লিড নেয় ব্রাজিল। এরপর দ্বিতীয়ার্ধের ৬৪তম মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। আর শেষ দিকে এসে ৮৯তম মিনিটে নেইমারের অ্যাসিস্ট থেকে গোল করে ব্যবধান বাড়ান গ্যাব্রিয়েল বারবোসা।

বিজ্ঞাপন

ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ব্রাজিল। তাতে গোলের সুযোগ আসে ম্যাচের ৮ম মিনিটেই। ডি-বক্সে নেইমারের দুর্দান্ত এক ক্রসে পা ছোঁয়াতে ব্যর্থ হন ব্রাজিলের বাকি দুই ফরোয়ার্ড রিচার্লিসন এবং গ্যাব্রিয়েল জেসুস। দুই মিনিট পরে ব্রাজিলের আরেকটি দুর্দান্ত আক্রমণের নেতৃত্বে নেইমার। তাঁর বাড়ানো বলে রিচার্লিসন পা ছোঁয়াতে পারলেও ভেনেজুয়েলার গোলরক্ষককে পরাস্থ করতে পারেননি।

একের পর এক দুর্দান্ত আক্রমণে ভেনেজুয়েলার রক্ষণকে ব্যস্ত রাখে ব্রাজিল। ম্যাচের ১১তম মিনিটে আরও একটি বড় সুযোগ পায় তারা। নেইমারের নেওয়া ছোট কর্নার থেকে বল পেয়ে তা ডি-বক্সে ক্রস করেন রেনান লেদি, সেখানে থাকা এডার মিলিতাও লাফিয়ে উঠে হেড করলেও বল গোলবারের সামান্য উপর দিয়ে বেরিয়ে যায়। ম্যাচের ২০তম মিনিটে আবারও নেইমারের কর্নার থেকে বল বিপদমুক্ত করেন ডেল পিনো কিন্তু বল গিয়ে পড়ে ব্রাজিলের ডিফেন্ডার দানিলোর কাছে। দানিলো বল বুক দিয়ে নিয়ন্ত্রণে এনে ভলিতে শট নেন কিন্তু তা সরাসরি ভেনেজুয়েলের গোলরক্ষকের কাছে গিয়েই ধরা দেয়।

বিজ্ঞাপন

তবে আর বেশি সময় গোলের জন্য অপেক্ষা করতে হয়নি  সেলেসাওদের। ২৩তম মিনিটে নেইমারের নেওয়া আরও একটি কর্নার থেকে বল বিপদমুক্ত করতে ব্যর্থ হয় ভেনেজুয়েলা। আর ডি-বক্সের জটলার ভেতর থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে মাটিতে পড়তে পড়তে শট করে বল জালে জড়ান মার্কুইনেস। আর ব্রাজিল লিড নেয় ১-০ গোলের।

লিড নেওয়ার দুই মিনিট পরে লেদির দুর্দান্ত ক্রস আবারও ডি-বক্সে পেয়ে কোনো ভুল না করেই জালে জড়ান রিচার্লিসন। তবে এবার বিধিবাম অফসাইড। দুর্দান্ত গোলটি বাতিল হয়ে যায়। তবে আক্রমণ থামেনি সেলেসাওদের। ৩৮তম মিনিটে রিচার্লিসনের দুর্দান্ত এক শট গোললাইন থেকে ফিরিয়ে দেন ভেনেজুয়েলার ডিফেন্ডার লুইস মার্টিনেজ। শেষ পর্যন্ত প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ব্রাজিল।

বিরতি থেকে ফিরেও আক্রমণের ধার ধরে রাখে স্বাগতিকরা। আক্রমণের ফলও আসে ম্যাচের সময় এক ঘণ্টা পেরুতেই। ৬২তম মিনিটে দানিলো বল নিয়ে ডি-বক্সে ঢুকে পড়লে তাকে পেছন থেকে অবৈধভাবে ফাউল করেন চামানা। আর তাতেই সরাসরি পেনাল্টি দেন রেফারি। স্পট কিক থেকে গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে ডান দিকে শট করে বল জালে জড়ান নেইমার। আর ব্রাজিল লিড নেয় ২-০ গোলের।

দুই গোলে লিড নিয়েও আক্রমণের ধার এতটুকু কমেনি কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়নদের। ৮৯তম মিনিটে নেইমারের দারুণ পাস থেকে ট্যাপ-ইন করে বল জালে জড়ান বদলি হিসেবে মাঠে নামা গ্যাব্রিয়েল বারবোসা। আর তাতেই ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সেলেসাওরা।

সারাবাংলা/এসএস

উদ্বোধনী ম্যাচ কোপা আমেরিকা কোপা আমেরিকা ২০২১ টপ নিউজ নেইমার জুনিয়র ব্রাজিল বনাম ভেনেজুয়েলা ব্রাজিলের জয় লাতিন আমেরিকা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর