রোঁলা গ্যারো থেকে সেরেনার বিদায়
স্পোর্টস ডেস্ক
৭ জুন ২০২১ ০৬:৪৫ | আপডেট: ৭ জুন ২০২১ ০৬:৪৬
৭ জুন ২০২১ ০৬:৪৫ | আপডেট: ৭ জুন ২০২১ ০৬:৪৬
৩৯ বছর বয়সেও টেনিস কোর্টে রাজত্ব করছেন সেরেনা উইলিয়ামস। তবে এবার ফ্রেঞ্চ ওপেনের শেষ ১৬ থেকেই বিদায় নিতে হলো তাকে। রোঁলা গ্যারোর তিনবারের চ্যাম্পিয়ন সেরেনাকে সরাসরি সেটে হারিয়ে শেষ আটে উঠেছেন কাজাখস্তানের ২১ বছর বয়সী এলেনা রিবাকিনা।
রোববার সপ্তম বাছাই ৩৯ বছর বয়সী সেরেনার বিপক্ষে রিবাকিনা জেতেন ৬-৩, ৭-৫ গেমে। প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্ল্যামের শেষ আটে উঠলেন তিনি।
২০১৬ সালের রোঁলা গ্যারোর ফাইনালে হারের পর থেকে চতুর্থ রাউন্ড পেরুতে পারেননি সেরেনা। আর ২০১৭ সালের অস্ট্রেলিয়ান ওপেনের পর পাননি কোনো গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বাদ। তাই তো টেনিস ইতিহাসে সর্বোচ্চ ২৪ গ্র্যান্ড স্ল্যাম জয়ী মার্গারেট কোর্টকে ছোঁয়ার অপেক্ষা আরও বাড়ল সেরেনা উইলিয়ামসের।
সারাবাংলা/এসএস