Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫০ বছর পর রোমানিয়ার বিপক্ষে জয় ইংল্যান্ডের

স্পোর্টস ডেস্ক
৭ জুন ২০২১ ০৩:৩২

ঘরের দরজায় কড়া নাড়ছে ইউরো চ্যাম্পিয়নশিপ-২০২০। আর তাই তো ফেভারিট দলগুলো শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ইংল্যান্ড দল মুখোমুখি হয় রোমানিয়ার বিপক্ষে। ১৯৭০ সালের পর এই প্রথম রোমানিয়ার বিপক্ষে জয় পেল ইংলিশরা। মার্কাশ রাশফোর্ডের পেনাল্টি থেকে করা একমাত্র গোলেই ম্যাচ জিতেছে ইংলিশরা।

ইতিহাসে দুই দলের ১১ বার দেখায় ইংলিশদের বিপক্ষে পরিসংখ্যানে এগিয়ে রোমানিয়ায়। ১৯৭০ সালের পর এই প্রথম রোমানিয়াকে হারাল ইংল্যান্ড। পাঁচ দশক আগের সেই জয়ের পর এতদিনে খেলেছে কেবল ৭ ম্যাচ, শেষটি ২০০০ সালের উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে। যেখানে ইংলিশদের ৩-২ গোলের ব্যবধানে হারিয়েছিল রোমেনিয়া।

বিজ্ঞাপন

আসন্ন ইউরোর চূড়ান্ত পর্বে জায়গা না পাওয়া রোমানিয়া ম্যাচের শুরুতেই পায় দারুণ এক সুযোগ। ডিফেন্ডার টাইরন মিঙ্গসের ভুলে প্রথম মিনিটে গোল হজম করতে বসেছিল স্বাগতিকরা। নিচু ক্রসে কাছের পোস্ট দিয়ে একটুর জন্য জালের দেখা পাননি দেনিস আলিসেস।

এরপর খেলার ১০ মিনিটের মাথায় আরও এক সুযোগ পায় সফরকারীরা। ডি-বক্সে বিপজ্জনক জায়গা থেকে গোলরক্ষক বরাবর শট নিয়ে দলকে হতাশ করেন রাজওয়ান মারিন। এরপর ২৯তম মিনিটে রোমানিয়ার আরেকটি চেষ্টা ঠেকিয়ে দেন গোলরক্ষক স্যাম জনস্টোন। মিনিট তিনেক পর এগিয়ে যেতে পারত ইংল্যান্ড। তবে জেমস ওয়ার্ড-প্রাউসের ফ্রি কিকে ডমিনিট ক্যালভার্ট-লেউইনের হেড ব্যর্থ হয় ক্রসবারে লেগে।

খেলার ৪১তম মিনিটে ডি-বক্সের মাথা থেকে জডান সানচোর বাঁকানো শট ক্রসবারে লেগে ফিরে আসলে লিড নেওয়া হয়নি ইংলিশদের। তবে দ্বিতীয়ার্ধে আরও গোছানো ফুটবল শুরু খেলতে থাকে ইংলিশরা। ৬৭তম মিনিটে পেনাল্টি স্পট থেকে ইংলিশদের লিড এনে দেন মার্কাস রাশফোর্ড। ডি-বক্সের ভেতর জ্যাক গ্রিলিশকে ফাউল করায় পেনাল্টি পায় ইংলিশরা।

বিজ্ঞাপন

ম্যাচের ৭৭তম মিনিটি ব্যবধান দ্বিগুণ করার সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন জর্ডান হেন্ডারসন। পেনাল্টি স্পট থেকে তার নেওয়া শট ঝাঁপিয়ে রুখে দেন রোমানিয়ার গোলরক্ষক। ক্যালভার্ট-লেউনকে ভ্লাদ চিরিচেস ফাউল করায় পেনাল্টি পেয়েছিল ইংল্যান্ড।

আগামী রোববার ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ইউরো অভিযান শুরু হবে ইংল্যান্ডের। ‘ডি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ স্কটল্যান্ড ও চেক রিপাবলিক।

সারাবাংলা/এসএস

আন্তর্জাতিক প্রীতি ম্যাচ ইউরোর প্রস্তুতি ইংল্যান্ড বনাম রোমেনিয়া ইংল্যান্ডের জয় প্রীতি ম্যাচ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর