Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমিরাতেই বসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ!


৬ জুন ২০২১ ১৮:২৭

করোনাভাইরাসের প্রকোপে বিপর্যস্ত ভারত। সম্প্রতি আক্রান্ত ও মৃত্যুর হার অবশ্য কমতে শুরু করেছে, তবে প্রকোপ এখনো কাটিয়ে উঠতে পারেনি প্রতিবেশী দেশটি। এর মধ্যেই চিকিৎসাবীদরা আশঙ্কা করছেন, আগামী কয়েক মাসের মধ্যে ভারতে হানা দেবে করোনার তৃতীয় ঢেউ। ফলে দিন যতো যাচ্ছে দেশটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করার সম্ভবনা ততোই কমছে। এদিকে ভারতের জনপ্রিয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া দাবি করল, ভারতে যে টি-টোয়েন্টি বিশ্বকাপ হচ্ছে না তা নিশ্চিত।

বিজ্ঞাপন

করোনা পরিস্থিতির কারণে ভারত থেকে টুর্নামেন্ট সরিয়ে নেওয়ার পক্ষে কথা বলেছেন বেশ কয়েকটি দেশ। আইসিসির সর্বশেষ সভাতে বিষয়টি সুরাহা করার দাবি তুলেছিল কয়েকটি দেশ। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আরও কিছুদিন সময়ের আবেদন করে ভারত। সেই প্রেক্ষিতে আগামী ২৮ জুন পর্যন্ত সময় দেওয়া হয়েছে ভারতকে। অর্থাৎ আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ কোথায় হবে তার চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে ২৮ জুনের পর। টাইমস অব ইন্ডিয়া তার আগেই বলে দিল, ভারতে হচ্ছে না বিশ্বকাপ।

বিজ্ঞাপন

বিশ্বকাপের বিকল্প ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতকে প্রস্তুত করা হচ্ছে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হচ্ছে, আমিরাতেই হবে বিশ্বকাপের মূল আসর। প্রথম পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আরেক আরব দেশ ওমানে।

করোনা কালের ক্রিকেটে অনেকেই ‘নিরাপদ’ হিসেবে বেছে নিতে চাইছে সংযুক্ত আরব আমিরাতকে। আইপিএলের গত আসরটি সফলভাবে আয়োজন করেছে দেশটি। করোনার কারণে মাঝপথে বন্ধ হয়ে যাওয়া এবারের আইপিএলের বাকি অংশও অনুষ্ঠিত হবে আমিরাতে। এবং পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বাকি অংশও অনুষ্ঠিত হবে আরব দেশটিতে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতীয় ক্রিকেট সংযুক্ত আরব আমিরাত

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানলে নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর