সহজ ম্যাচ কঠিন করে জিতলেন তামিমরা
২ জুন ২০২১ ২২:০২ | আপডেট: ২ জুন ২০২১ ২২:১৩
১১৯ রানের জবাব দিতে নেমে সাত ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৬০ রান তুলে ফেলে তামিম ইকবালের প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। তারপর জয় ছাড়া আর কি-ই বা ভাবা যায়! তামিমের দল জয় পেয়েছেও, তবে জয়টা এসেছে হারতে হারতে! ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) লো স্কোরিং ম্যাচে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে আজ তিন উইকেটে জিতেছে প্রাইম ব্যাংক।
বুধবার (২ মে) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১১৯ রানের ছোট রানের জবাব দিতে নেমে দলীয় ৯ রানের মাথায় ওপেনার এনামুল হক বিজয়কে (৫) হারায় প্রাইম ব্যাংক। তবে অপর ওপেনার তামিম ইকবাল আজও দারুণ খেলছিলেন। আগের ম্যাচে দুর্দান্ত এক হাফ সেঞ্চুরি তুলে নেওয়া তামিম অবশ্য বড় ইনিংস খেলতে পারেননি। দলীয় ৬১ রানের মাথায় ফিরেছেন ২৭ বলে ৩২ রান করে। তার ইনিংসে চার ৪টি, ছক্কা ১টি।
অধিনায়ক ফেরার পরই যেন পথ হারাল প্রাইম ব্যাংক। ১ উইকেট ৬১ রান তোলা প্রাইম ব্যাংক ৭৫ রানের মাথায় হারায় ষষ্ঠ উইকেট। পেসার শরিফুল ইসলাম এক চার, এক ছয়ে ১০ বলে ১২ রান করে সপ্তম ব্যাটার হিসেবে যখন ফিরছিলেন প্রাইম ব্যাংকের রান তখন ৮৯। ১১৯ রানের টার্গেট পেয়েও হার চোখ রাঙাচ্ছিল তামিমের দলকে।
তবে স্পিনার নাঈম হাসানকে নিয়ে অভিজ্ঞ রকিবুল হাসান উইকেটে পড়ে থেকে ম্যাচটা বের করে নিয়েছেন। অষ্টম উইকেটে মহাগুরুত্বপূর্ণ ৩১ রান তুলে প্রাইম ব্যাংককে দ্বিতীয় জয় এনে দিয়েছেন দুজন। ১৯.৩ ওভারে সাত উইকেট হারিয়ে জয়ের জন্য ১২০ রান তোলে দলটি। রকিবুল ৩৪ বল খেলে ১৮ রান করে অপরাজিত থাকেন। নাঈম ১৬ বলে করেন ১৮ রান।
এর আগে বল হাতেও আলো কেড়েছেন নাঈম। তাকে দারুণ সঙ্গ দিয়েছেন মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম। যাতে ১১৯ রানের বেশি তুলতে পারেনি প্রথমে ব্যাটিং করতে নামা তারুণ্যনির্ভর শাইনপুকুর। ২১ বলে সর্বোচ্চ ২৯ করেছেন অধিনায়ক তৌহিদ হৃদয়। তানজিদ হাসান তামিম ২১ ও রবিউল ইসলাম ১৮ রান করেছেন।
প্রাইম ব্যাংকের হয়ে নাঈম ৪ ওভারে ২৪ রান খরচায় নিয়েছেন তিন উইকেট। মোস্তাফিজ ২৫ রানে ও শরিফুল ২৭ রানে ১টি করে উইকেট নিয়েছেন।