Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কপিলের চাওয়া ফাইনাল হোক তিন ম্যাচের

স্পোর্টস ডেস্ক
২৭ মে ২০২১ ১২:৩৯

আগামী ১৮ জুন টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের ফাইনালে মাঠে নামবে ভারত ও নিউজিল্যান্ড। আর এই চ্যাম্পিয়নশিপের কারণেই টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তা বাড়ছে বলে মনে করেন ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার কপিল দেব। তবে তার মতে টেস্ট চ্যাম্পিয়নশিপের মতো এমন বড় আসরের শিরোপা নির্ধারণ কেবল এক ম্যাচের ফাইনাল দিয়ে হওয়া উচিত নয়।

করোনাভাইরাস মহামারির কারণে টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের সবগুলো ম্যাচ মাঠে গড়াতেই পারেনি। আর তাতেই টুর্নামেন্টের নিয়মে আইসিসি’কে আনতে হয়েছে পরিবর্তনও। তবে তাতেও টুর্নামেন্টটি সফল বলেই মনে করছেন কপিল দেব। তবে ভারতের সাবেক অধিনায়কের আপত্তি কেবল ফাইনাল ম্যাচের সংখ্যা নিয়ে।

বিজ্ঞাপন

কপিল দেব বলেন, ‘এরকম গুরুত্বপূর্ণ একটি শিরোপার জন্য কেবল একটি ম্যাচের চেয়ে বেশি ম্যাচ হলে ভালো হতো। টেস্ট ক্রিকেটকে জনপ্রিয় করে তুলতে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ চালু করেছে। আমি নিশ্চিত, সাধারণ দর্শক এর ফলে অনেক আনন্দ পাবেন। কিন্ত্য আমার মনে হয়, তিন ম্যাচের ফাইনাল হলে দারুণ হতো।’

প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রধান ভেন্যু হিসেবে নির্বাচিত ছিল ক্রিকেটের মক্কা লর্ডস। তবে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ভেন্যু পরিবর্তন করে নিয়ে যাওয়া হয় সাউদাম্পটনে। আর তাতেই ফাইনালের রঙ ফিকে হয়েছে বলে মনে করছেন কপিল।

তিনি বলেন, ‘ফাইনালের ভেন্যু হিসেবে লর্ডসই ভালো হতো, কারণ এই মাঠের ইতিহাস অনেক সমৃদ্ধ। এমনকি ম্যানচেস্টারেও (ওল্ড ট্র্যাফোর্ড) হতে পারত, তবে লর্ডসে জয় উদযাপনের ব্যাপারটিই অন্যরকম।’

সারাবাংলা/এসএস

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ কপিল দেব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল তিন ম্যাচের ফাইনাল ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর