Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ-শ্রীলংকা ওয়ানডে সিরিজের সূচি ঘোষণা

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ মে ২০২১ ১৬:১৫ | আপডেট: ৫ মে ২০২১ ১৭:৫২

শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের ওয়ানেডে সামনে রেখে সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। বুধবার (৫ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সূচি ঘোষণা করা হয়।

সূচি মোতাবেক সিরিজ খেলতে ১৬ মে ঢাকায় পা রাখবে অতিথি শ্রীলংকান ক্রিকেট দল। ১৮ মে পর্যন্ত তিন দিনের কোয়ারেনটাইন শেষে ১৯-২০ মে মিরপুর বিসিবি’র একাডেমি মাঠে সারবে সিরিজপূর্ব প্রস্তুতি।

২১ মে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) অনুষ্ঠিত হবে সিরিজের প্রকমাত্র প্রস্তুতি ম্যাচ। আর সিরিজ শুরু হবে ২৩ মে থেকে।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওই দিন গড়াবে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। একই ভেন্যুতে ২৫ মে দ্বিতীয় ও ২৮ মে অনুষ্ঠিত হবে তৃতীয় শেষ ওয়ানডে। প্রতিটি ম্যাচেই দ্বিবা-রাত্রির।

সিরিজ শেষে ২৯ মে দেশের বিমান ধরবে অতিথিরা।

সারাবাংলা/এমআরএফ/এসএস

ওয়ানডে সিরিজ টপ নিউজ বাংলাদেশ বনাম শ্রীলংকা সময়সূচী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর