১৪ দিনের কোয়ারেনটাইন করতেই হবে সাকিব-মুস্তাফিজকে
৪ মে ২০২১ ১৭:৫১ | আপডেট: ৪ মে ২০২১ ১৯:৩২
সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের কোয়ারেনটাইন যেন শিথিল করা হয় সেজন্য বাংলাদেশ স্বাস্থ্য অধিদফতর বরাবর আবেদন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। তবে তাতে কর্ণপাত করেনি স্বাস্থ্য অধিদফতর। স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম সাফ জানিয়ে দিলেন ভারত থেকে ফেরায় তাদের প্রাতিষ্ঠানিক ১৪ দিনের কোয়ারেনটাইনের মধ্য দিয়েই যেতে হবে।
আসন্ন শ্রীলংকা সিরিজের কারণে আগামি ১৯ মে দেশে ফেরার কথা ছিল সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমানের। তবে সোমবার দুপুরে ভারতীয় ক্রিকেট বোর্ডের অনির্দিষ্টকালের জন্য আইপিএল স্থগিতের ঘোষণার পর তড়িঘড়ি করেই দেশে ফিরছেন সাকিব-মুস্তাফিজ। তাদের দেশে ফেরাতে বিশেষ ব্যবস্থাও করা হবে বলে জানান বিসিবি সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন। তবে বিশেষ ব্যবস্থায় দেশে ফিরলেও ১৪ দিনের কোয়ারেনটাইন নিয়ম মানতেই হবে তাদের বলে জানিয়েছেন স্বাস্থ্য অদিফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।
পড়ুন: বিশেষ ব্যবস্থায় দেশে ফিরবেন সাকিব-মুস্তাফিজ
মঙ্গলবার (৪ মে) সারাবাংলাকে এ তথ্য দেন স্বাস্থ্য অদিফতরের মহাপরিচালক।
অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, ”সাকিব ও মুস্তাফিজের কোয়ারেনটাইন বাধ্যতামূলক। বিসিবি’র পক্ষ থেকে আমাদের কাছে আবেদন করেছিল কিন্তু আমরা না করে দিয়েছি। কারণ নিয়মানুযায়ী ওদের ১৪ দিনের কোয়ারেনটাইন করতেই হবে।’
এদিকে ভারতের সঙ্গে বাংলাদেশের সকল প্রকার যোগাযোগ বন্ধ থাকায় সাকিব ও মুস্তাফিজকে দেশে ফেরানোটা বেশ মুশকিলের। আর তাই তো তাদের দেশে ফেরানোর ব্যাপারে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন সংবাদমাধ্যমকে জানান, ‘ফ্লাইট চালু নেই, তাদের যদি আনতে হয়, স্পেশাল অ্যারেঞ্জমেন্টে আনতে হবে বা স্পেশাল অ্যারেঞ্জমেন্টে তাদের আসতে হবে। ভারতের সঙ্গে যেহেতু ফ্লাইট বন্ধ, স্পেশাল ব্যবস্থাই লাগবে।’
এর আগে ভারত থেকে সাকিব ও মুস্তাফিজুর আর শ্রীলংকা থেকে জাতীয় দলের দেশে ফেরার পর কতদিনের কোয়ারেনটাইনে থাকতে হবে বা দেশে ফেরার পর তাদের স্বাস্থ্য বিষয়ক নির্দেশনাই বা কি তা জানতে স্বাস্থ্য অধিদপ্তরের স্মরণাপন্ন হয়েছে লাল-সবুজের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
সোমবার (৩ মে) সারাবাংলাকে এ তথ্য দিয়েছিলেন বিসিবি’র সিইও।
তিনি বলেন, ‘আপনারা জানেন যে এই মুহূর্তে বাংলাদেশ দল শ্রীলংকা অবস্থান করছে। দেশের করোনা পরিস্থিতিতে ১ তারিখ থেকে সরকার নতুন কিছুু নির্দেশনা দিয়েছেন। এর প্রেক্ষিতে আমরা স্বাস্থ্য অধিদপ্তরের মুখাপেক্ষী হয়েছি যে দেশে ফেরার পর ক্রিকেটারদের স্বাস্থ্য বিষয়ক নির্দেশনা কি থাকবে বা কতদিনের কোয়ারেনটাইন করতে হবে। যেহেতু সামনে শ্রীলংকা সিরিজ আছে তাই সে বিষয়টি বিবেচনায় রেখেই আমরা স্বাস্থ্য দপ্তরের কাছে এসব বিষয় জানতে চেয়েছি। সাকিব আর মোস্তাফিজের বিষয়টিও এখানে আছে।’
সারাবাংলা/এমআরএফ/এসভি/এসএস
১৪ দিনের কোয়ারেনটাইন টপ নিউজ বাংলাদেশ বনাম শ্রীলংকা মুস্তাফিজুর রহমান সাকিব আল হাসান স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডিজি