Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপের আগে এক ভেন্যুতে সিপিএল


২৭ এপ্রিল ২০২১ ২২:৪৪

সবকিছু ঠিক থাকলে আগামী অক্টোবরে মাঠে গড়াবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগ মুহূর্তে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। কোভিড-১৯ এর কারণে গত বছরের মতো এবারও টুর্নামেন্টের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে একটি ভেন্যুতে।

মঙ্গলবার (২৭ এপ্রিল) আগামী আসরের ভেন্যুর নাম প্রকাশ করেছে সিপিএল কর্তৃপক্ষ। এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন সিপিএল হবে সেন্ট কিটস অ্যান্ড নেভিসে।

বিজ্ঞাপন

আগের মতো এবারও দল থাকছে ছয়টি। টুর্নামেন্টের প্রথম ম্যাচটি মাঠে গড়াবে ২৮ আগস্ট। গত বছর সিপিএলের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল ত্রিনিদাত অ্যান্ড টোবাগোতে।

২০১৩ সালে থেকে শুরু হয় সিপিএল। তারপর মাঠে গড়িয়েছেন আটটি আসর। এই আট আসরে চারবারই শিরোপা জিতেছে ত্রিনবাগো নাইট রাইডার্স। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নও এই দলটি।

২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ ত্রিনবাগো নাইট রাইডার্স সিপিএল

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর