Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রথম ইনিংসে ৫২০ রান চাইছেন ডমিঙ্গো


২২ এপ্রিল ২০২১ ২০:৩৫

পাল্লেকেলে টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংসে ৫২০ রান চাইছেন দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো। এই লক্ষ্যে তৃতীয় দিনের সকালে শিষ্যদের তরিৎ ব্যাটিংয়ের তাগিদ দিলেন এই প্রোটিয়া কোচ। প্রথম ইনিংসে দল এই সংগ্রহ পেলে স্বাগতিকদের চাপে রাখা যবে বলেই মত তার।

ডমিঙ্গোর মতে, যেহেতু শিষ্যরা দ্বিতীয় দিনেই স্কোর বোর্ডে ৪ উইকেটে ৪৭৪ রান সংগ্রহ করেছে সেহেতু তৃতীয় দিনের প্রথম সেশনে যদি কিছুটা দ্রুত ব্যাটিং করে তাহলে অনায়াসেই ৫২০ রান আসবে। তখন শ্রীলঙ্কা এমনিতেই চাপে পড়ে যাবে। সেই চাপ কাটিয়ে উঠতে তারা দু’একটি ভুল শটস খেলবেই। তখনই তারা উইকেট হারাতে শুরু করবে। এবং এই সুযোগ বাংলাদেশ যদি কয়েকটি ভাল স্পেল বোলিং করে যেতে পারে তাহলে লঙ্কানদের ২০ উইকেট তুলে নেয়া কঠিন হলেও অসম্ভব হবে না। আপাতদৃষ্টিতে পাল্লেকেলের উইকেট ভাল মনে হলেও ইতোমধ্যেই ডানহাতি ব্যাটসম্যানের অফস্ট্যাম্প এলাকায় চিড় ধরতে শুরু করেছে। যেখানে তৃতীয় দিন থেকে স্পিনাররা অনায়াসেই সুবিধা আদায় করে নিতে পারবেন বলে বিশ্বাস ডমিঙ্গোর।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২২ এপ্রিল) পাল্লেকেলে টেস্টের বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় দিন শেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসে তিনি একথা জানান।

প্রথম ইনিংসে দলের সংগ্রহ নিয়ে ডমিঙ্গো বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা আজ রাতেই আলোচনা করব যে আগামীকাল সকালে আমাদের দ্রুত রান তুলতে হবে। যদি আমরা ৫২০ করতে পারি তাহলে এটা ওদের ওপরে চাপ তৈরী করবে যাতে আমরা সুবিধাহনক অবস্থানে থাকব।’

টাইগার কোচ

বোলাররা ২০ উইকেট পাবে কিনা এমন প্রশ্নে তার উত্তর ছিল, ‘আমরা সবাই জানি উইকেটে দেখে ভাল মনে হচ্ছে। কিন্তু এখানে যে পরিমানে তাপ তাতে ডানহাতির অফস্টাম্প এলাকায় ভাঙতে শুরু করছে। আশা করছি আমাদের স্পিনাররা এই সুযোগ নিতে পারবে। ব্যাটসম্যানেরা বড় সংগ্রহ এনে দিয়েছে। এমন ইনিংসের পরে সবাই ক্লান্ত থাকবে। তবে স্কোরবোর্ড ওদের ওপরে চাপ বাড়াবে। এরপর যদি ওরা দু’একটি ভুল করে এবং বোলাররা ভাল কয়েকটি স্পেল বোলিং করে যেতে পারে তাহলে ২০ উইকেট অসম্ভব নয়।’

বিজ্ঞাপন

প্রথম ইনিংসে এমন সমৃদ্ধ সংগ্রহ এল সেই সঙ্গে বোলাররাও ২০ উইকেট নিতে পারলে আর কি? জয় তো জলবৎ তরলং। না, সেই নিশ্চয়তা কোচ দিলেন না। কেননা আপাতত তার কাছে জয়ের চেয়ে আগামী তিন দিনের শিষ্যদের পারফরম্যান্সই মোক্ষম হয়ে উঠেছে।

‘টেস্ট জয় এখনো অনেক দূরে। এটা নিয়ে আমরা এখনই ভাবছি না। আমাদের মূল লক্ষ্য হচ্ছে আগামীকাল প্রথম সেশনটি ভাল খেলা। সামনে অনেক কাজ পড়ে আছে। জয়ের চেয়ে বরং আমরা সেদিকেই বেশি ফোকাস করছি।’

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ১৫৫ ওভারে ৪৭৪/৪ (প্রথম দিন ৩০২/২) (শান্ত ১৬৩, মুমিনুল ১২৭, মুশফিক ৪৩*, লিটন ২৫*; লাকমল ৩১-১২-৭৪-০, বিশ্ব ২৮-৮-৭৫-২, কুমারা ২৮-৪-৮৮-১, ম্যাথিউস ৭-১-১৪-০, ধনাঞ্জয়২৭-১-১১২-১, হাসারাঙ্গা ৩৩-২-৯৪-০, করুনারত্নে ১-০-৫-০)।

নাজমুল হোসেন শান্ত মুমিনুল হক মুশফিকুর রহিম রাসেল ডমিঙ্গো

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর