Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লিলের কাছে হেরে শীর্ষস্থান হারাল পিএসজি

স্পোর্টস ডেস্ক
৪ এপ্রিল ২০২১ ০৯:১৯

তারকা বহুল পিএসজিকে তাদের মাঠেই ১-০ গোলের ব্যবধানে হারিয়ে লিগ ওয়ানের শীর্ষস্থানে উঠে এসেছে লিলে। আর বাড়তি ক্ষতি হিসেবে ম্যাচের শেষ দিকে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রকে। জোনাথন ডেভিডের করা একমাত্র গোলেই পার্থক্য গড়ে দেয় ম্যাচের।

নেইমার জুনিয়র, কিলিয়ান এমবাপে আর ডি মারিয়াদের নিয়ে গড়া আক্রমণভাগ ম্যাচের শুরু থেকেই বল দখলে রেখে আক্রমণের পশরা সাজিয়ে বসে। প্রতিপক্ষ গোলরক্ষকও দারুণ নৈপুণ্যে নেইমার, কিলিয়ান এমবাপেদের সামনে ছিলেন বাধা হয়ে।

বিজ্ঞাপন

ম্যাচের সাত মিনিটের মাথায় দারুণ এক সুযোগ নষ্ট করেন নেইমার। বাঁ দিকের বাইলাইনের কাছে একজনকে কাটিয়ে ক্রস বাড়ান অ্যাঞ্জেল ডি মারিয়া। ছয় গজ বক্সের সামনে শুয়ে পড়ে নেইমারের নেওয়া বাঁ পায়ের শট পোস্টের বাইরে দিয়ে যায়। এরপর ১৫ মিনিটের মাথায় কিলিয়ান এমবাপের শট কর্নারের বিনিময়ে ফেরান লিলে গোলরক্ষক।

পিএসজি একের পর এক সুযোগ নষ্ট করলেও প্রথম সুযোগ পেয়েই তা কাজে লাগায় লিলে। ম্যাচের ২০ মিনিটের মাথায় ডেভিডের ডান পায়ের জোরালো শট একজনের পায়ে লেগে জালে ঢুকে পড়ে। আর এই গোলই ম্যাচের ভাগ্য গড়ে দেয়।

এরপর ম্যাচের ২৭ মিনিটের মাথায় সমতায় ফিরতে পারত পিএসজি কিন্তু ময়েজ কিনের দুর্দান্ত শট আরও দুর্দান্ত ভাবেই ফিরিয়ে দেন লিলে গোলরক্ষক মাইক।

এরপর দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে ডি বক্সের বাইরে থেকে নেওয়া নেইমারের শটও রুখে দেন তিনি। ৬৯তম মিনিটে মার্কিনিয়োসের ক্রসে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের হেড লক্ষ্যে থাকেনি। ৭৯তম মিনিটে প্রতিপক্ষের শট দারুণ দক্ষতায় ফিরিয়ে ব্যবধান বাড়তে দেননি পিএসজি গোলরক্ষক কেইলর নাভাস।

বিজ্ঞাপন

নির্ধারিত সময়ের শেষ মিনিটে লিলের ডিফেন্ডার তিয়াগোর চ্যালেঞ্জে পড়ে যান নেইমার। মাঠের বাইরে তিয়াগোকে ধাক্কা মেরে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন তিনি। ঘটনাটিকে কেন্দ্র করে ছড়ায় উত্তেজনা। পরে তিয়াগোকেও লাল কার্ড দেখান রেফারি। তাতে অবশ্য জয় নিয়ে ফিরতে সমস্যা হয়নি লিলের।

এই জয়ে ৩১ ম্যাচে ১৯ জয় ও ৯ ড্রয়ে ৬৬ পয়েন্ট নিয়ে লিগ ওয়ানের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে লিলে। সমান ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছে পিএসজি। তাদের চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে তিন নম্বরে আছে মোনাকো।

সারাবাংলা/এসএস

কিলিয়ান এমবাপে নেইমার জুনিয়র পিএসজি বনাম লিলে পিএসজির হার ফ্রেঞ্চ লিগ ওয়ান লাল কার্ড শীর্ষস্থান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর