Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাইক্লিং-ম্যারাথনে সেনাবাহিনীর দাপট


২ এপ্রিল ২০২১ ১৯:২৮

বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের সাইক্লিং ও ম্যারাথনে আধিপত্য দেখিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। পুরুষ ম্যারাথনের তিনটি পদকই জিতে নিয়েছে সেনাবাহিনী। অন্য দিকে সাইক্লিংয়ে ৬০ কিলোমিটার পুরুষ ও ৩০ কিলোমিটার নারী টিম টাইম ট্রায়ালে সোনা জিতেছে সেনাবাহিনী।

ম্যারাথনে স্বর্ণ জিতেছেন মো. ফরিদ মিয়া। ২ ঘণ্টা ৪৬ মিনিট ৩৮ সেকেন্ড সময় নিয়েছেন তিনি। ২ ঘণ্টা ৪৬মিনিট ৪০ সেকেন্ড সময় নিয়ে এই ইভেন্টে রুপা পেয়েছেন ফিরোজ খান। আর ২ ঘণ্টা ৫৭ মিনিট ৫০ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ পদক জিতেছেন অ্যাথলেট কামরুল ইসলাম।

বিজ্ঞাপন

সাইক্লিংয়ে এক ঘণ্টা ৩২ মিনিট ৫ সেকেন্ড সময় নিয়ে ৬০ কিলোমিটার টিম টাইম ট্রায়ালের পুরুষ বিভাগে শিরোপা জিতেছে সেনাবাহিনী। বাংলাদেশ জেল দ্বিতীয় আর চট্টগ্রাম হয়েছে তৃতীয়।

৫৩ মিনিট ২৫.২১ সেকেন্ড সময় নিয়ে ৩০ কিলোমিটার টিম টাইম ট্রায়ালের নারী বিভাগেও স্বর্ণ জিতেছে সেনাবাহিনী। দ্বিতীয় হয়েছে আনসার আর তৃতীয় চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা।

পুরুষ হ্যামার থ্রোয়িংয়েও সেনাবাহিনীর আধিপত্য। এই বিভাগের তিনটি পদকই জিতেছে সেনাবাহিনী। ৫০ দশমিক ৮৫ মিটার দূরে হ্যামার ফেলে প্রথম হয়েছেন সেনাবাহিনীর মো. মাহফুজ হাসান। ৪৮ দশমিক ৭৪ মিটার দূরত্বে হ্যামার ফেলে রৌপ্য জিতেছেন সেনাবাহিনীর মো. শফিকুল ইসলাম। সেনাবাহিনীর মো. জুয়েল ইসলাম ৪৪ দশমিক ২৯ মিটার দূরত্বে হ্যামার নিক্ষেপ করে ব্রোঞ্জ পদক জিতেছেন।

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস বাংলাদেশ সেনাবাহিনী সাইক্লিং