Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনায় আক্রান্ত সাদমান ইসলাম


২২ মার্চ ২০২১ ১৮:০৩ | আপডেট: ২৪ মার্চ ২০২১ ০০:২০

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন জাতীয় ক্রিকেট দলের টেস্ট স্পেশালিস্ট ওপেনার সাদমান ইসলাম। পজিটিভ রিপোর্ট পাওয়ার পরই আইসোলেশনে রাখা হয়েছে তাকে।

সোমবার (২২ মার্চ) সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক চৌধুরী মনজুর হোসেন। তিনি জানান, গতকালের করোনা পরীক্ষায় পজেটিভ ফল আসে সাদমানের। আজ আবারও দ্বিতীয় পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন সাদমান। দ্বিতীয় নমুনার ফল হাতে পাওয়া যাবে আজ রাতে।

বিজ্ঞাপন

আজ মাঠে গড়িয়েছে জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ড। পজেটিভ ফল আসা সাদমান স্বাভাবিকভাবেই খেলতে পারছেন না এই রাউন্ডে। দ্বিতীয় পরীক্ষায়ও পজেটিভ ফল এলে দ্বিতীয় রাউন্ডেও খেলা হবে না বাঁহাতি ওপেনারের।

উল্লেখ্য, জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় রাউন্ড মাঠে গড়াবে ২৯ মার্চ।

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার চলমান সিরিজটি বাংলাদেশের দর্শকদের জন্য সরাসরি সম্প্রচার করছে জিটিভি এবং দেশের বহুল পরিচিত অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোল। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচ র‍্যাবিটহোলের ওয়েবসাইটের সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে ইউটিউবেও। র‍্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com এবং ইউটিউব চ্যানেলেও প্রত্যেকটি ম্যাচ দেখা যাচ্ছে বিনামূল্যেই।

করোনাভাইরাস বাংলাদেশ ক্রিকেট বিসিবি সাদমান ইসলাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর