জাতির জনকের জন্মদিনে বিসিবি’র খাদ্য বিতরণ
১৭ মার্চ ২০২১ ১৬:০৯ | আপডেট: ১৭ মার্চ ২০২১ ১৭:১২
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে কোরআন পাঠ আয়োজন ও খাদ্য বিতরণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি।
বুধবার (১৭ মার্চ) দুপুরে মিরপুর বিসিবি একাডেমি মাঠে এই আয়োজন করা হয়।
জাতির জনকের ১০১তম জন্মবার্ষিকীতে সকাল ৯টা থেকে দুপুর ১টা অবধি মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমির মঞ্চে কোরআন পাঠের আয়োজন করা হয়। এরপর দোয়া শেষে দুস্থদের মধ্যে খাবার বিতরণ করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
এসময় সেখানে আরও উপস্থিত ছিলেন বিসিবির পরিচালক মাহবুব আনাম, শফিউল আলম চৌধুরী নাদেল, আকরাম খান, ইসমাইল হায়দার মল্লিক, সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন, জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু, বিসিবি’র গ্রাউন্ডস অ্যান্ড ফ্যাসিলিটিস বিভাগের ন্যাশনাল ম্যানেজার সৈয়দ আব্দুল বাতেন সহ আরো অনেকে।