Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আফগানিস্তানকে অপেক্ষায় রাখল জিম্বাবুয়ে


১৩ মার্চ ২০২১ ২৩:০৩ | আপডেট: ১৩ মার্চ ২০২১ ২৩:০৮

আবুধাবিতে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে আফগানিস্তানকে স্রেফ উড়িয়ে দিয়েছিল জিম্বাবুয়ে। আফগানিস্তান দ্বিতীয় টেস্টে ইনিংস ব্যবধানে জিতলে ভালো একটা প্রত্যাবর্তনের গল্প হতো পারত। আফগানরা অমন অর্জনের কাছাকাছি পৌঁছেছিলও। কিন্তু শন উইলিয়ামস ও ডোনাল্ড তিরিপানো দুর্দান্ত এক প্রতিরোধ গড়ে আফগানদের ইনিংস ব্যবধানে জিততে দেননি।

১৪২ রানে সাত উইকেট হারানো জিম্বাবুয়ে আজ চতুর্থ দিন শেষ করেছে ২৬৬/৭ স্কোর নিয়ে। অর্থাৎ অষ্টম উইকেটে ১২৪ রান তুলে অবিচ্ছিন্ন উইলিয়ামস ও তিরিপানো। দুজনের দুর্দান্ত জুটিতে ইনিংস পরাজয়ের শঙ্কা কাটিয়ে ৮ রানের লিড নিয়ে দ্বিতীয় চতুর্থ দিন শেষ করেছে জিম্বাবুয়ে।

বিজ্ঞাপন

জিম্বাবুয়ে দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ২৪ রান নিয়ে আজ চতুর্থ দিনের খেলা শুরু করে ইনিংস পরাজয় এড়ানোর লক্ষ্যে। আফগানিস্তান প্রথম ইনিংসে ৫৪৫ রানের পাহাড় গড়েছিল। পরে জিম্বাবুয়ের প্রথম ইনিংস থামে ২৮৭ রানে। মনে হচ্ছিল না জিম্বাবুয়ানরা ইনিংস পরাজয় এড়াতে পারবেন। কারণ আজ বিনা উইকেটে ২৪ রান নিয়ে দিনের খেলা শুরু করা আফ্রিকান দলটি উইকেট হারাচ্ছিল জোড়ায় জোড়ায়।

প্রথম ঝড়টা আসে পঞ্চাশের আগে। বিনা উইকেটে ৪৪ থেকে মুহূর্তেই ২ উইকেটে ৪৬ হয়ে যায় সফরকারী দলটি। তারপর মুসাকান্দাকে নিয়ে ধাক্কা সামলে উঠার চেষ্টা করছিলেন উইলিয়ামস। দলীয় স্কোর শতক পেরুতে আবারও এক ধাক্কা। ১০১ ও ১০২ রানের মাথায় আবারও দুই উইকেট হারায় জিম্বাবুয়ে। দেড়শ পেরুনোর আগে আরেকটা বড় ধাক্কা, এবার দুই রানের ব্যবধানে নেই তিন উইকেট। ৪ উইকেটে ১৪০ থেকে মুহূর্তেই ৭ উইকেটে ১৪২ জিম্বাবুয়ে। মনে হচ্ছিল, ইনিংস পরাজয়ই আফ্রিকান দলটির নিয়তি। কারণ তখনও যে ১১২ রানে পিছিয়ে জিম্বাবুয়ে।

বিজ্ঞাপন

তিরিপানোকে নিয়ে উইলিয়ামস সেখান থেকে ঘুরে দাঁড়ালেন দুর্দান্তভাবে। পেসার ডোনাল্ড তিরিপানো যেন হঠাৎ-ই ভালো টেস্ট ব্যাটসম্যান হয়ে উঠলেন। রশিদ খান, আমির হামজাদের স্পিন সামলেছেন দারুণভাবে। অপর দিকে উইলিয়ামস ছিলেন সাবলীল। দুর্দান্ত লড়াইয়ে দলের ইনিংস হার নিশ্চিত করার মাঝে ব্যক্তিগত বহু রেকর্ড গড়েছেন দুজন।

দুজনের ১২৪ রানের জুটি অষ্টম উইকেটে জিম্বাবুয়ে ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ। উইলিয়ামস ১৯০ বল খেলে ৯টি চার ১টি ছয়ে দিন শেষে ১০৬ রানে অপরাজিত। জিম্বাবুয়ের হয়ে এর আগের দুই টেস্টেও সেঞ্চুরি পেয়েছিলেন উইলিয়ামস, যা রেকর্ড। অতীতে জিম্বাবুয়ের কোন ক্রিকেটার টানা তিন টেস্টে সেঞ্চুরি পাননি। তিরিপানো ১৬৪ বল খেলে ১১টি চারের সাহায্যে দিন শেষে ৬৩ রানে অপরাজিত। ডানহাতি পেসারের ক্যারিয়ার সেরা ইনিংস এটা।

আফগানিস্তানের হয়ে এখন পর্যন্ত ১০৫ রান খরচায় ৫ উইকেট তুলে নিয়েছেন রশিদ খান।

আফগানিস্তান-জিম্বাবুয়ে টেস্ট রশিদ খান শন উইলিয়ামস

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর