টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ভেন্যু ও সূচি চূড়ান্ত
৯ মার্চ ২০২১ ১১:০৭ | আপডেট: ৯ মার্চ ২০২১ ১১:৪৩
ভারত ও ইংল্যান্ডের মধ্যকার টেস্ট সিরিজ শেষ হওয়ার পর পরই নিশ্চিত হয়েছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দুই দল। আগেই অবশ্য নিশ্চিত হয়েছিল নিউজিল্যান্ডের ফাইনাল খেলার টিকিট। এরপর ইংল্যান্ডকে ৩-১ ব্যবধানে সিরিজে হারিয়ে অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে ফাইনালে জায়গা করে নেয় ভারত। এবারে নিশ্চিত হলো প্রথম আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ভেন্যু ও সম্ভাব্য সময়সূচি।
করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে লর্ডসের পরিবর্তে সাউদাম্পটনে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর সেই সঙ্গে তিনি ইন্ডিয়া টাইমসকে জানিয়েছেন ফাইনাল অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামি ১৮ থেকে ২২ জুন। এমনটাই জানিয়েছেন বোর্ড অফ ক্রিকেট ফর কন্ট্রোল ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি।
সোমবার বিসিসিআই প্রেসিডেন্ট জানান, ‘আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত হবে সাউদাম্পটনে। এটা বেশ আগেই নির্ধারিত হয়ে আছে। সেখানে হোটেলের ব্যবস্থা ভালো, যাতে করে তারা বায়ো-সিকিউরিটি সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারে। করোনাভাইরাস পরবর্তী সময়ে ইংল্যান্ডে যখন ক্রিকেট ফিরল তখন তারা বেশিরভাগ ক্রিকেটই খেলেছে সাউদাম্পটন ও ম্যানচেস্টারে। কারণ সেখানে ভালো হোটেলের ব্যবস্থা রয়েছে।’
তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান ভেন্যু ও সূচি নিয়ে কথা বললে এখনও অফিসিয়ালি কিছুই জানায়নি ক্রিকেটে সর্বোচ্চ প্রশাসন আইসিসি। ভেন্যু নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর আগে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সঙ্গে আলোচনা করবে আইসিসি।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের শুরু থেকেই জানানো হয়েছিল যে এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ক্রিকেটের মক্কা লর্ডসে। তবে করোনা পরিস্থিতির কারণে ফাইনালের ভেন্যু পরিবর্তন করা হয়।
সারাবাংলা/এসএস
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ফাইনাল ভারত বনাম নিউজিল্যান্ড ভেন্যু নির্ধারণ