নিউজিল্যান্ড মিশনে দেশ ছাড়ল টাইগাররা
২৩ ফেব্রুয়ারি ২০২১ ১৮:৪০ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২১ ২০:৫৭
নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে ও সমান সংখ্যক টি-টোয়েন্টি খেলতে মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে দেশ ছেড়েছে সফরকারী বাংলাদেশ ক্রিকেট দল। সিঙ্গাপুর এয়ারলাইনস যোগে আজ বিকেল ৪টা ২৫ মিনেটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে গেছে ৩৫ সদস্যের টিম টাইগার্স।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সারাবাংলাকে এখবর জানিয়েছে।
দেশ ছাড়ার আগে টাইগারদের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের প্রত্যয় অপয়া নিউজিল্যান্ডে এবার জয়ের খোঁজ করবে তার দল। কিউইদের মাঠে এখন পর্যন্ত ২৬টি ম্যাচ খেলে বাংলাদেশ দলের জয়ের সংখ্যা শূন্য। এবার তাই টাইগার অধিনায়ক জানিয়ে গেলেন বিগত দিনের হারের গ্লানি এবার ঘোচানোর লক্ষ্য।
তামিম বলেন, ‘নিউজিল্যান্ডের কন্ডিশন বরাবরই আমাদের জন্য কঠিন। তবে অসম্ভব কিছুই না। নিউজিল্যান্ডে আমরা যা কোনোদিন অর্জন করতে পারিনি, চেষ্টা করব এবার যেন সেটা বদল করতে পারি। আমরা আশাবাদী।’
নিউজিল্যান্ডে পৌঁছে কুইন্সটাউনে ৫ দিনের একটি প্রস্তুতি ক্যাম্প করবে ডমিঙ্গো শিষ্যরা।
সিরিজের প্রথম ওয়ানডে গড়াবে ২০ মার্চ ডুনেডিনে, দ্বিতীয়টি ২৩ মার্চ ক্রাইস্ট চার্চে, তৃতীয় ও শেষটি ২৬ মার্চ ওয়েলিংটনে।
আর টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি গড়াবে ২৮ মার্চ হ্যামিল্টনে। দ্বিতীয়টি ৩০ মার্চ নেপিয়ারে ও তৃতীয়টি ১ এপ্রিল, অকল্যান্ডে।
বাংলাদেশ দল: তামিম ইকবাল খান, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, নাইম শেখ, তাসকিন আহমেদ, মোহাম্মদ আল আমিন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, রুবেল হোসেন, শেখ মেহেদি হাসান ও নাসুম আহমেদ।
সারাবাংলা/এমআরএফ/এসএস
ওয়ানডে সিরিজ টপ নিউজ টি-টোয়েন্টি নিউজিল্যান্ড সফর বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড