মেসি-এমবাপেদের লড়াইয়ে ফিরছে চ্যাম্পিয়নস লিগ
১৬ ফেব্রুয়ারি ২০২১ ১২:৪৩
ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে জমজমাট লড়াই উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ১৬’র লড়াই শুরু হচ্ছে আজ রাত থেকে। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাতে বার্সেলোনা ও প্যারিস সেইন্ট জার্মেই আরেক ম্যাচে আরবি লাইপজিগ ও লিভারপুল মুখোমুখি হবে একে অপরের। বাংলাদেশ সময় রাত দুইটায় মাঠে গড়াবে ম্যাচ দুটি।
তবে মাঠে নামার আগেই বেশ দুঃশ্চিন্তায় পিএসজি। দলের সেরা তারকা নেইমার জুনিয়র ইনজুরিতে পড়ে ছিটকে গেছেন মাস খানেকের জন্য। এছাড়াও থাকছেন না ডি মারিয়া, শঙ্কা আছে মার্কো ভেরাত্তিকে নিয়েও। ইনজুরির দিক দিয়ে পিছিয়ে নেই বার্সেলোনাও। দলের তরুণ তারকা আনসু ফাতি ইনজুরিতে পড়ে দীর্ঘ সময় মাঠের বাইরে। ফিলিপ কুতিনহোও খেলতে পারবেন না। নতুন করে এই তালিকায় নাম লিখিয়েছেন অ্যারাহো, আরও থাকছেন না সার্জি রবের্তোও।
সব মিলিয়ে দুই দলেই ইনজুরির ছোবল পড়েছে সমানভাবে। তবে এরপরেও চ্যাম্পিয়নস লিগের এই ম্যাচকে ঘিরে বাড়তি উন্মাদনা দুই দলের সমর্থকদের মাঝেই।
বার্সা কোচ রোনাল্ড কোম্যান বেশ আত্মবিশ্বাসী হয়েই জানিয়েছেন তাঁর দল ইউরোপের যেকোনো দলকেই হারানোর সক্ষমতা রাখে। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কোম্যান জানান, ‘আমাদের দল অনেক ভালো করছে। দলের প্রত্যেকটা খেলোয়াড় দুর্দান্ত ফর্মে আছে, তারা সবাই মানসিক ও শারীরিকভাবে ভালো আছে।’
তিনি আরও বলেন, ‘আমরা এখন যেকোনো দলকেই হারানোর ক্ষমতা রাখি। শেষ কয়েক ম্যাচে আমরা সেটাই দেখিয়েছি। আমরা ইউরোপের সেরা দলগুলোর সঙ্গেও এখন লড়াই করতে পারি।’
এদিকে চ্যাম্পিয়নস লিগের শেষ ১৬’র লড়াই শুরুর আগে দুর্দান্ত ফর্মের আভাস দিয়েছেন লিওনেল মেসি। বার্সার জার্সি গায়ে শেষ ১০ ম্যাচে ১১টি গোল করে তাঁর ফর্মের জানানও দিয়েছেন। অন্যদিকে পিএসজি নিজেদের শেষ পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে জিতে বেশ ফুরফুরে মেজাজেই আছে।
পিএসজি কোচ মাউরিসিও পচেত্তিনো আশা করছেন ন্যু ক্যাম্প থেকে তাঁর দলই জয় নিয়ে ফিরবেন। আর নেইমারকে ছাড়াও যে তাঁর দল কতটা শক্তিশালী সেটাই দেখাবে। বার্সার মাঠে ৬-১ গোলের ব্যবধানে হারের ম্যাচটি এখনও পোড়ায় পিএসজিকে। তবে এখন পিএসজি বদলে যাওয়া এক দল জানান পচেত্তিনো। তিনি বলেন, ‘আমি অনেক শান্ত আছি, পিএসজি এখন অনেক আলাদা একটি দল। যেটা হয়েছে সেটা তো আর মুছে ফেলা সম্ভব নয় কিন্তু আমরা ভবিষ্যতের দিকে তাকিয়ে আছি। এবং আমরা সামনের দিকগুলো পরিবর্তন করতে চাই।’
পচেত্তিনো আরও বলেন, ‘হ্যাঁ এটা একটি রোমাঞ্চকর ম্যাচ হতে যাচ্ছে। আমাদের লক্ষ্য চ্যাম্পিয়নস লিগ জয় করা। আর আমরা এর জন্য লড়াই করতে প্রস্তুত আছি। নেইমার এবং ডি মারিয়া আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দুইজন খেলোয়াড় কিন্তুয় যেহেতু তারা নেই তাই তাদের ছাড়াই আমাদের পরিকল্পনা করতে হচ্ছে।’
মাঠের লড়াইয়ে নামছে আরবি লাইপজিগ ও লিভারপুলও। নিজেদের শেষ পাঁচ ম্যাচের তিনটিতে হেরে প্রিমিয়ার লিগের শিরোপা ধরে রাখার লড়াইয়ে বেশ পিছিয়ে পড়েছে লিভারপুল। অন্যদিকে নিজেদের শেষ পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে জিতে বেশ শক্ত অবস্থানে আছে লাইপজিগ। গেল মৌসুমে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে খেলা দলটি বেশ মুখিয়ে আছে অল রেডসদের আতিথ্য দেওয়ার জন্য।
সারাবাংলা/এসএস
উয়েফা চ্যাম্পিয়নস লিগ কিলিয়ান এমবাপে প্যারিস সেইন্ট জার্মেই বার্সেলোনা বনাম পিএসজি রাউন্ড অব ১৬ লিওনেল মেসি শেষ ১৬ হাইভোল্টেজ ম্যাচ