Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

র‍্যাংকিংয়ে মিরাজ-সাকিবদের উন্নতি


১০ ফেব্রুয়ারি ২০২১ ২০:০০

চট্টগ্রাম টেস্টে হারের ক্ষত এখনো টাটকা। তবে এর মধ্যে ক্ষতে হালকা প্রলেপ পড়ার মতো একটা খবর অবশ্য পেলেন মেহেদি হাসান মিরাজ, সাকিব আল হাসান, মুমিনুর হক সৌরভরা। টেস্ট র‍্যাংকিংয়ে উন্নতি হয়েছে তাদের।

ভারত-ইংল্যান্ড চেন্নাই টেস্ট শেষে টেস্ট র‍্যাংকিংয়ের হালনাগাদ করেছে আইসিসি। তাতে ব্যাটিং র‍্যাংকিংয়ে আট ধাপ এগিয়ে ৩৩ নম্বরে উঠে এসেছেন মুমিনুল হক। চট্টগ্রামে প্রথম ইনিংসে ২৬ রান করা মুমিনুল দ্বিতীয় ইনিংসে তুলে নিয়েছিলেন টেস্ট ক্যারিয়ারের দশম সেঞ্চুরি।

বিজ্ঞাপন

চোটের কারণে সাকিব আল হাসান দ্বিতীয় ইনিংসে ব্যাটিং, বোলিং করতে পারেননি। তবে প্রথম ইনিংসে ৬৮ রানের গুরুত্বপূর্ণ এক ইনিংস খেলেছিলেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার। তাতে চার ধাপ এগিয়ে ব্যাটিং র‍্যাংকিংয়ের ৩০তম অবস্থানে উঠে এসেছেন সাকিব। মুশফিকুর রহিম উঠে এসেছেন ২২ নম্বরে। তবে দুই ইনিংসেই রান না পাওয়া তামিম ইকবাল নেমে গেছেন ৩৭ নম্বরে।

ব্যাটিং র‍্যাংকিংয়ের সেরা তিনে উঠে বসেছেন ইংলিশ অধিনায়ক জো রুট। চেন্নাই টেস্টে দুর্দান্ত এক ডাবল সেঞ্চুরি করা রুট বিরাট কোহলিকে পেছনে ফেলে উঠে এসেছেন তিন নম্বরে। শীর্ষে যথারীতি কেন উইলিয়ামসন, দুই নম্বরে স্টিভেন স্মিথ।

চট্টগ্রাম টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৮ উইকেট নেওয়া মেহেদি হাসান মিরাজের উন্নতি হয়েছে ৪ ধাপ, ২৪ নম্বরে উঠে এসেছেন স্পিনিং অলরাউন্ডার। চোটের কারণে দ্বিতীয় ইনিংসে বোলিং করতে না পারা সাকিব আল হাসান আছেন ২২তম অবস্থানে। চেন্নাই টেস্টে পাঁচ উইকেট নেওয়া ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন তিন ধাপ এগিয়ে উঠে এসেছেন বোলিং র‍্যাংকিংয়ের তিন নম্বরে। দুই নম্বরে আছেন যথারীতি স্টুয়ার্ট ব্রড, শীর্ষে প্যাট কামিন্স।

বিজ্ঞাপন

অলরাউন্ডার র‍্যাংকিংয়ে শীর্ষ পাঁচে কোনো পরিবর্তন নেই। সাকিব আল হাসান আছেন যথারীতি চার নম্বরে। শীর্ষে যথারীতি ইংল্যান্ডের বেন স্টোকস।

আইসিসি মেহেদি হাসান মিরাজ সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর