সাপোর্ট স্টাফ দিয়ে বিসিবি’র করোনা পরীক্ষা শুরু
৫ জানুয়ারি ২০২১ ১৬:৫১ | আপডেট: ৫ জানুয়ারি ২০২১ ১৯:৩২
দরজায় কড়া নাড়ছে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলতে চার দিন বাদেই ঢাকায় পা রাখবে সফরকারী ক্যারিবিয়রা। বাংলাদেশ দলও ওই দিন থেকেই অনুশীলন শুরু করবে। আর ২০ জানুয়ারি থেকে শুরু হবে বহুল প্রত্যাশিত এই সিরিজ। সেই লক্ষ্যে সিরিজ সংশ্লিষ্টদের করোনা পরীক্ষা শুরু করে দিয়েছে আয়োজক বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। আর এর শুরুটা হয়েছে সাপোর্ট স্টাফ দিয়ে।
মঙ্গলবার (৫ জানুয়ারি) থেকে সাপোর্ট স্টাফদের করোনা পরীক্ষা শুরু করেছে টাইগার ক্রিকেট প্রশাসনের মেডিকেল ইউনিট। পর্যায়ক্রমে এর আওতায় আসবে ওয়েস্ট ইন্ডিজ দলের লিঁয়াজো টিম, হোটেল বয়, টিম বয়, টিম ম্যানেজমেন্ট ও প্লেয়ারসহ অন্যান্যরা।
করোনা পরীক্ষার জন্য প্রাথমিক দলে ডাক পাওয়া ক্রিকেটারদের আগামিকাল কোয়ারেনটাইনে নিয়ে যাওয়া হবে। এরপর ৭ ও ৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে তাদের করোনা পরীক্ষা।
সারাবাংলাকে এতথ্য দিলেন বিসিবি’র প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
তিনি বললেন, ‘ওয়েস্ট ইন্ডিজ সিরিজের করোনা পরীক্ষা শুরু হয়ে গেছে। প্রথমে করছি আমাদের সাপোর্ট স্টাফদের। এখানে ওয়েস্ট ইন্ডিজের লিঁয়াজো টিম, হোটেল বয়, টিম বয়, প্লেয়ারসহ সবাই আছে। প্লেয়ারদেরও এর মধ্যে কোভিড টেস্ট হয়ে যাবে। কাল থেকে ওদোর কোয়োরেনটাইনে নিব। আর তাদের কোভিড টেস্ট হবে ৭ ও ৯ জানুয়ারি।’
টাইগারদের বিপক্ষে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে ১০ জানুয়ারি ঢাকায় পা রাখবে ক্যারিবিয়ানরা। ওয়ানডে সিরিজের আগে ১৮ তারিখে বিকেএসপিতে অনুষ্ঠিত হবে একটি প্রস্তুতি ম্যাচ।
২০ ও ২২ জানুয়ারি মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে সিরিজের প্রথম দুই ওয়ানডে ম্যাচ। এরপর সিরিজ চলে যাবে বন্দরনগরী চট্টগ্রামে। সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে ২৫ জানুয়ারি।
ওয়ানডে শেষে টেস্ট সিরিজের আগে ২৮-৩১ জানুয়ারি থেকে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে ৪ দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে স্বাগতিক ও সফরকারীরা। এরপর ৩-৭ ফেব্রুয়ারি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। আর দ্বিতীয় ও সিরিজের শেষ টেস্ট গড়াবে ১১-১৫ ফেব্রুয়ারি মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
উইন্ডিজ সিরিজ করোনাভাইরাস পরীক্ষা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাপোর্ট স্টাফদের কোভিড টেস্ট