হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে সৌরভ গাঙ্গুলি
২ জানুয়ারি ২০২১ ১৫:০৪ | আপডেট: ২ জানুয়ারি ২০২১ ১৭:৪২
ভারতীয় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমান বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি কলকাতার উডল্যান্ড হাসপাতালে ভর্তি আছেন বলে জানা গেছে। শনিবার (২ জানুয়ারি) সৌরভ গাঙ্গুলি সকালে বেহালার বাসায় জিম করার সময় অসুস্থ হয়ে পড়েন। মাথা ঘুরে পড়ে যান। হঠাৎ সবকিছু তার ব্ল্যাকআউট হয়ে যায়।
উডল্যান্ড হাসপাতালের জরুরি বিভাগে তাকে নেওয়া হয়। সেখানকার ডাক্তাররা আশঙ্কা করছেন মৃদু হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি। ৪৮ বছর বয়সী সৌরভ গাঙ্গুলির অবস্থা আপাতত স্থিতিশীল আছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি আছেন তিনি।
নিয়মমাফিক সকালে জিম করছিলেন সৌরভ গাঙ্গুলী। শুরুতে পিঠের দিকে ব্যথা অনুভব করেন তিনি। এরপর মাথা ঘুরে পড়ে যান বর্তমানে ভারতীয় বোর্ডের সভাপতি ‘প্রিন্স অব ক্যালকাটা’। কলকাতার আনন্দবাজার পত্রিকা গাঙ্গুলির পারিবারিক সূত্রে জানিয়েছে, পড়ে যাওয়ার আগে বুকে ব্যথা অনুভব করছিলেন তিনি।
সৌরভের দাদা স্নেহাশিস গাঙ্গুলি আনন্দবাজারকে বলেছেন, ‘সৌরভের হৃদযন্ত্রের সমস্যা রয়েছে। তবে ও এখন স্থিতিশীল।’
বিসিসিআই প্রেসিডেন্ট ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআিই) সৌরভ গাঙ্গুলি হাসপাতালে ভর্তি হৃদরোগে আক্রান্ত