Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বার্তোমেউ আমাকে অনেকবার ধোকা দিয়েছে: মেসি


২৮ ডিসেম্বর ২০২০ ০৮:৪৪

গেল গ্রীষ্মটা লিওনেল মেসির যে অবিশ্বাস্য রকমের খারাপ কেটেছে তা গোপন কোনো সংবাদ নয়। বার্সেলোনার বোর্ডের সঙ্গে কয়েক দফায় ঝামেলায় জড়িয়েছেন মেসি। নতুন চুক্তি স্বাক্ষর করবেন না বলেও জানিয়েছেন। চুক্তির আর মাত্র মাস ছয়েক থাকলেও এখন পর্যন্ত স্বাক্ষর তো দূরের কথা কোনো প্রকার আলোচনায়ও বসেননি মেসি। এর মধ্যেই ক্লাব ছাড়ার সিদ্ধান্তের কথাও জানিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত ক্লাব এক প্রকার জোর করেই মেসিকে ধরে রেখেছেন।

বিজ্ঞাপন

সাবেক বার্সেলোনা প্রেসিডেন্টের সঙ্গে মেসির যে সাপে নেউলে সম্পর্ক ছিল তা প্রকাশ পেয়েছে আগেই। এবার স্প্যানিশ সংবাদমাধ্যম লা সেক্সটাকে দেওয়া এক্সক্লুসিভ এক সাক্ষাৎকারে মেসি জানালেন জোসেপ বার্তোমেউ তাকে খলনায়ক বানানোর চেষ্টা করেছেন স্প্যানিশ সংবাদমাধ্যম লা সেক্সটাকে লিওনেল মেসি একটি বিশেষ সাক্ষাৎকার ২৭ ডিসেম্বর রোববার প্রকাশিত হয়।

বার্তোমেউর প্রতি হতাশা প্রকাশ করে মেসি বলেন, ‘আমি বার্তোমেউকে অনেকবার বলেছি যে আমি ক্লাব ছাড়তে চাইছি। সে আমাকে কথা দিয়েছিল, কিন্তু পরবর্তীতে সেই কথা আর রাখেনি বার্তোমেউ। সে আমাকে অনেকবার ধোকা দিয়েছে।’

মেসি বলেন, ‘আমি এখনও জানি না সামনের বছর আমি কোথায় থাকবো। যদিও আমি জানুয়ারির প্রথম দিন থেকেই যেকোনো ক্লাবের সঙ্গে আলোচনায় বসতে পারি। কিন্তু মৌসুমের শেষ না হওয়া পর্যন্ত আমি কারো সঙ্গে আলোচনায় বসব না।’

সাক্ষাৎকারের সময় বার্সা অধিনায়ক হতাশা প্রকাশ করেন যে অনেকে মনে করে তিনি পেছনে পেছনে ক্লাবকে নিয়ন্ত্রণ করে। এ কারণেই আসন্ন নির্বাচনে কোনো প্রেসিডেন্ট পদপ্রার্থীকেই তিনি সমর্থন দিচ্ছেন না। মেসি বলেন, ‘আমি কোনো প্রার্থীর সঙ্গে নিজেকে দেখছি না। কারণ অনেকে আমাকে বলে আমি ক্লাব নিয়ন্ত্রণ করি। তবে আমি বলতে পারি এই দুইজনের ভেতর একজনকে আমি সমর্থন করি। কোনো প্রার্তীই এখন পর্যন্ত আমার সঙ্গে যোগাযোগ করেনি।’

এক্সক্লুসিভ সাক্ষাৎকার খলনায়ক জোসেপ বার্তোমেউ টপ নিউজ বার্সেলোনা লিওনেল মেসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর