Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাইফ স্পোর্টিংয়ের শুভসূচনা


২৩ ডিসেম্বর ২০২০ ১৯:২১

প্রথমার্ধে এলোমেলো মনে হলেও সাইফ স্পোর্টিং ক্লাব দ্বিতীয়ার্ধে ঘুড়ে দাঁড়াল দারুণভাবে। দ্বিতীয়ার্ধে উত্তর বারিধারার ডিফেন্সও ভুল করে বসল। দুই মিলিয়ে ফেডারেশন কাপে সাইফ স্পোর্টিংয়ের শুরুটা দারুণ হয়েছে। নিজেদের প্রথম ম্যাচে উত্তর বারিধারাকে আজ ৩-০ গোলে হারিয়েছে সাইফ স্পোর্টিং।

করোনাভাইরাসের কারণে দেশে ফুটবল বন্ধ হয়েছিল গত বছরের মার্চে। ঘরোয়া ফুটবল বন্ধ ছিল সেই থেকেই। এক বসুন্ধরা কিংস ছাড়া অন্য ক্লাবের ফুটবলাররা সেভাবে অনুশীলনের সুযোগও পায়নি। লম্বা সময় অনুশীলনের বাইরে থাকার জড়তা ভালোমতোই লক্ষ করা গেল সাইফ স্পের্টিং-উত্তর বারিধারার ম্যাচে। প্রথমার্ধে অগোছালো ফুটবল খেলেছে দুই দলই।

বিজ্ঞাপন

প্রথম আধাঘণ্টায় বলার মতো আক্রমণই দেখা গেল না। ৪৩ মিনিটে গিয়ে প্রথম সুযোগ পেয়েছিল বারিধারা। কিন্তু দলটির মিশরীয় ফরোয়ার্ড মোস্তফা মাহমুদ আব্দেল খালেকের দারুণ ক্রসে অল্পের জন্য পাঁ ছোয়াতে পারেননি সুজন বিশ্বাস। প্রথমার্ধের শেষ মিনিটে সুযোগ পেয়েছিল সাইফ স্পোর্টিংও। রহমত মিয়ার থ্রো ইনে নাইজেরিয়ান ফরোয়ার্ড ইকেচুকু এনগোকে বারের ওপর দিয়ে বল মেরে সুযোগ নষ্ট করেছেন।

ম্যাচের প্রথম গোল হয়েছে দ্বিতীয়ার্ধের শুরুতেই। আত্মঘাতি গোলে পিছিয়ে পড়ে উত্তর বারিধারা। বল বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালেই জড়িয়ে দেন বারিধারার মিশরীয় ডিফেন্ডার সায়েদ মাহমুদ আব্দুল রহিম।

প্রতিপক্ষের ‘সহযোগিতায়’ এগিয়ে গিয়ে আক্রমণের ধার বাড়ায় সাইফ। ৬২ মিনিটে গোল পেতে পারত দলটি। এনগোকের দারুণ পাস ধরে গোলের মুখে চলে যান জন ওকোলিকে। কিন্তু তার শট দূরের পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। পরের মিনিটেই অবশ্য ব্যবধান দ্বিগুন করে সাইফ। ডান দিক দিয়ে ঢুকে দারুণ এক শটে গোল আদায় করেন এনগোকে। ছয় মিনিট পর আর একটা গোল করে বারিধারাকে ম্যাচ থেকে ছিটকে ফেলেছেন সাইফ স্পোর্টসের ফয়সাল।

বিজ্ঞাপন

বাঁ দিক দিয়ে আক্রমণে উঠে ঠাণ্ডা মাথায় গোলরক্ষকের পাশ দিয়ে শট নিয়ে বল জালে জড়িয়ে দেন তিনি। যোগ করা সময়ে ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিল বারিধারা। কিন্তু বদলি হিসেবে নামা অপূর্ব কুমার দাসের শট সাইফ স্পোর্টসের গোলরক্ষক পাপ্পুর গ্লাভস ছুঁয়ে পোস্টে লেগে ফিরে আসে। শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে সাইফ স্পোর্টিং ক্লাব।

উত্তর বারিধারা ফেডারেশন কাপ সাইফ স্পোর্টিং ক্লাব

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর